Ankita Lokhande: নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা, বিগ বস থেকে বেরিয়েই শোকে পাথর অভিনেত্রী

Last Updated:

Ankita Lokhande: আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে এল বড় দুঃসংবাদ৷ নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা লোখান্ডে৷ আর তারপর থেকেই শোকে পাথর অভিনেত্রী৷

বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷ তবে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি জিততে পারেননি অঙ্কিতা৷ তবে রিয়্যালিটি শো থেকে বেরিয়ে পার্টিতে মত্ত ছিলেন অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন৷ তবে আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে এল বড় দুঃসংবাদ৷ নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা লোখান্ডে৷ আর তারপর থেকেই শোকে পাথর অভিনেত্রী৷
সবচেয়ে প্রিয় সঙ্গী তাঁদের চারপেয়ে পোষ্য স্কচ আর নেই৷ সন্তানতুল্য চারপেয়েকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়েছেন তিনি৷ এদিন অঙ্কিতা ও ভিকি তাঁদের ভক্তদের এই হৃদয়বিদারক খবর শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে৷ নিজের সোশ্যাল মিডিয়ায় স্কচের একটি ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন- হে বন্ধু, মাম্মা তোমাকে খুব মিস করবে, শান্তিতে বিশ্রাম নিও৷ অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তের মধ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সমস্ত ভক্তরাই সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীর এই পোস্টে৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে অঙ্কিতার স্বামী ভিকি নিজের ইনস্টা স্টোরিতে স্কচের শেষযাত্রার ছবি পোস্ট করেছেন৷ যেখানে সাদা চাদর দিয়ে ঢেকে স্কচকে ফুলের মালা পরানো হচ্ছে৷ এবং ক্যাপশনে লেখা-তোমাকে খুব মিস করব স্কচ৷ আচমকা স্কচের চলে যাওয়ায় ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অঙ্কিতা ও ভিকি৷ আসলে নিজের সন্তান তুল্য চারপেয়ের শোকে পাথর হয়ে গেছেন অঙ্কিতা৷
advertisement
উল্লেখ্য, বিগ বসে অংশ নেওয়ার আগে অঙ্কিতা জানিয়েছিলেন, বিশেষ দুটি কারণে তিনি চলতি বছরের বিগ বসে অংশ নিয়েছেন বিগ বসে৷ প্রথমত, ভিকির অনেকদিনের ইচ্ছে ছিল বিগ বসে যাওয়ার৷ আর দ্বিতীয় কারণ হল, পরের বছরেই সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে৷ তাই এটাই সঠিক সময় মনে হয়েছিল৷
advertisement
২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে৷ তাঁদের দাম্পত্য জীবনে যে সমস্যা চলছে তা একটু একটু করে প্রকাশ্যে আসছে৷ বিগ বসে আসার পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল ভিকি ও অঙ্কিতার৷ এমনকী অঙ্কিতা ডিভোর্স দেওয়ার কথাও বলেছেন স্বামী ভিকিকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande: নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা, বিগ বস থেকে বেরিয়েই শোকে পাথর অভিনেত্রী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement