Ankita Lokhande: নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা, বিগ বস থেকে বেরিয়েই শোকে পাথর অভিনেত্রী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande: আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে এল বড় দুঃসংবাদ৷ নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা লোখান্ডে৷ আর তারপর থেকেই শোকে পাথর অভিনেত্রী৷
বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷ তবে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি জিততে পারেননি অঙ্কিতা৷ তবে রিয়্যালিটি শো থেকে বেরিয়ে পার্টিতে মত্ত ছিলেন অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন৷ তবে আচমকাই অভিনেত্রীর জীবনে নেমে এল বড় দুঃসংবাদ৷ নিজের প্রাণের চেয়েও প্রিয় সঙ্গীকে হারালেন অঙ্কিতা লোখান্ডে৷ আর তারপর থেকেই শোকে পাথর অভিনেত্রী৷
সবচেয়ে প্রিয় সঙ্গী তাঁদের চারপেয়ে পোষ্য স্কচ আর নেই৷ সন্তানতুল্য চারপেয়েকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়েছেন তিনি৷ এদিন অঙ্কিতা ও ভিকি তাঁদের ভক্তদের এই হৃদয়বিদারক খবর শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে৷ নিজের সোশ্যাল মিডিয়ায় স্কচের একটি ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন- হে বন্ধু, মাম্মা তোমাকে খুব মিস করবে, শান্তিতে বিশ্রাম নিও৷ অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তের মধ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সমস্ত ভক্তরাই সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীর এই পোস্টে৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে অঙ্কিতার স্বামী ভিকি নিজের ইনস্টা স্টোরিতে স্কচের শেষযাত্রার ছবি পোস্ট করেছেন৷ যেখানে সাদা চাদর দিয়ে ঢেকে স্কচকে ফুলের মালা পরানো হচ্ছে৷ এবং ক্যাপশনে লেখা-তোমাকে খুব মিস করব স্কচ৷ আচমকা স্কচের চলে যাওয়ায় ভীষণ ভাবেই ভেঙে পড়েছেন অঙ্কিতা ও ভিকি৷ আসলে নিজের সন্তান তুল্য চারপেয়ের শোকে পাথর হয়ে গেছেন অঙ্কিতা৷
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
উল্লেখ্য, বিগ বসে অংশ নেওয়ার আগে অঙ্কিতা জানিয়েছিলেন, বিশেষ দুটি কারণে তিনি চলতি বছরের বিগ বসে অংশ নিয়েছেন বিগ বসে৷ প্রথমত, ভিকির অনেকদিনের ইচ্ছে ছিল বিগ বসে যাওয়ার৷ আর দ্বিতীয় কারণ হল, পরের বছরেই সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে৷ তাই এটাই সঠিক সময় মনে হয়েছিল৷
advertisement
২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে৷ তাঁদের দাম্পত্য জীবনে যে সমস্যা চলছে তা একটু একটু করে প্রকাশ্যে আসছে৷ বিগ বসে আসার পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল ভিকি ও অঙ্কিতার৷ এমনকী অঙ্কিতা ডিভোর্স দেওয়ার কথাও বলেছেন স্বামী ভিকিকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 10:04 AM IST