Ankita Lokhande: সুশান্তের পর হারালেন আরও এক কাছের মানুষকে! প্রয়াত অঙ্কিতা লোখণ্ডের বাবা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande: এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিগত দু'মাস ধরে অসুস্থ ছিলেন অঙ্কিতার বাবা। রবিবার ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে।
কলকাতা: অঙ্কিতা লোখণ্ডের বাবা শশীকান্ত লোখণ্ডে। ১২ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়, এখনও পর্যন্ত তা জানা যায়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিগত দু’মাস ধরে অসুস্থ ছিলেন অঙ্কিতার বাবা। রবিবার ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে। পেশায় একজন ব্যাঙ্কার ছিলেন শশীকান্ত। অঙ্কিতা আগাগোড়াই তাঁর বাবার খুব কাছের। চলতি বছরের ফাদার্স ডে-তে বাবাকে নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছিলেন, অভিনেত্রীর জীবনে যাবতীয় শক্তির উৎস তাঁর বাবা। শৈশব থেকে তিনিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে।
advertisement
advertisement
শুধু তাই নয়। অঙ্কিতার অভিনয় জীবনেও তাঁর বাবার অবদান কিছু কম নয়। অভিনেত্রী যখন মুম্বইয়ে এসে থাকতে শুরু করেন, তখন অনেক সময়ই অর্থের অভাবে সামান্য ভাড়াটুকু দেওয়াও কঠিন হয়ে উঠত। সেই কঠিন সময়েও অঙ্কিতা পাশে পেয়েছেন তাঁর বাবাকে।
advertisement
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অঙ্কিতার পৃথিবী তছনছ করে দিয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর প্রেমিক (অধুনা স্বামী) ভিকি জৈন। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। আপাতত সংসার এবং কাজ নিয়ে ব্যস্ত অঙ্কিতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 8:28 AM IST