Anjali Arora MMS: অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে বিস্ফোরক ভিডিও, বিতর্কের লক আপে এখন বন্দিনী সুন্দরী

Last Updated:

Anjali Arora MMS: যে ভিডিওটি নিয়ে আপাতত এত শোরগোল, সেখানে যে শরীরটি দেখা যাচ্ছে, তা আদৌ অঞ্জলিরই কি না, সে নিয়েও কিন্তু দানা বেঁধেছে জোর বিতর্ক।

অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে ভিডিও, বিতর্কের লক আপে অভিনেত্রী
অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে ভিডিও, বিতর্কের লক আপে অভিনেত্রী
মুম্বই: কী বলা যায় একে? বাঁশের চেয়ে কঞ্চি দড়?
আসলে, যতটা না অভিনয়ের দিক থেকে, তার চেয়ে ঢের আলোচনার কেন্দ্রে থেকেছেন কঙ্গনা রানাউত বিতর্কের সূত্রে। আর তাঁরই হোস্ট করা রিয়েলিটি শো লক আপের (Lock Upp) এক প্রতিদ্বন্দ্বিনী কি না বিতর্কে তাঁকেই টেক্কা দিয়ে গেলেন!
অবশ্য এমএমএস ভিডিও নেটদুনিয়ায় ফাঁস হয়ে গেলে হইচই তো পড়ে যাওয়ারই কথা! আশ্চর্য কী, অঞ্জলি অরোরার (Anjali Arora MMS) ক্ষেত্রেও সেটাই হবে! তবে যে ভিডিওটি নিয়ে আপাতত এত শোরগোল, সেখানে যে শরীরটি দেখা যাচ্ছে, তা আদৌ অঞ্জলিরই কি না, সে নিয়েও কিন্তু দানা বেঁধেছে জোর বিতর্ক।
advertisement
advertisement
কেউ বলছেন, ওটা আদপেই অঞ্জলি নন, তাঁর মতো দেখতে কেউ! আবার অধিকাংশেরই মত- এই মেয়ে তো খনি খুঁড়ে তুলে আনেন বিতর্ক, ছেলেদের ঘোরান হাতে হাতে, অতএব ফাঁস হওয়া ব্যক্তিগত ভিডিওয় তাঁর থাকাটা অস্বাভাবিক কিছু নয়।
advertisement
তা, ছেলেদের নিয়ে যে সব মন্তব্য উড়ে আসে অঞ্জলিকে ঘিরে, তা রুচিপূর্ণ না হলেও একেবারে মিথ্যেও তো আর নয়! 'কাঁচা বাদাম' (Kacha Badam) দিয়ে সে-ই যে বিনোদনের জগতে পা রাখলেন মেয়ে, তার পর থেকে একের পর এক বিষয় নিয়ে উত্তেজনা বাড়িয়েই চলেছেন তিনি। সেগুলোরও বেশিরভাগটাই তাঁর ব্যক্তিজীবন ঘিরে।
advertisement
এই যেমন লক আপে তিনি চুটিয়ে প্রেম করলেন আরেক প্রতিযোগী মুনাওয়ার ফারুকির  সঙ্গে। এখন অবশ্য সবটাই অতীত, নিজেই বলেছেন অঞ্জলি যে তাঁর হৃদয় জুড়ে আছেন পেশায় ডিজিটাল ক্রিয়েটর আকাশ সনসনওয়াল। সেই সঙ্গে এটাও বলতে ভোলেননি- এনগেজমেন্ট তাঁদের এখনও হয়নি!
তা হলে ব্যাপারটা কী দাঁড়াল? ভিডিওয় অঞ্জলি আছেন না নেই?
বলা মুশকিল! অঞ্জলি নিজে তো মুখে কুলুপ এঁটেছেন! ঠিক যেমন তাঁর বিগস বস ওটিটি ২-তে (Bigg Boss OTT 2) যাওয়া নিয়েও কিছু ভাঙছেন না! খালি বলছেন- ভক্তদের জন্য একটা সারপ্রাইজ তো থাকা উচিত!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjali Arora MMS: অঞ্জলি এমএমএস! নেটিজেনদের হাতে হাতে ঘুরছে বিস্ফোরক ভিডিও, বিতর্কের লক আপে এখন বন্দিনী সুন্দরী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement