Anirban Bhattacharya : টালিগঞ্জের ব্রহ্মপুরের বাসিন্দাদের জন্য অভিনেতার উদ্যোগে শুরু হল সেফ হোম

Last Updated:

মঙ্গলবার বিকেলে সেফ হোমটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

কলকাতা :  অনির্বাণ ভট্টাচার্যর উদ্যোগে শুরু হল সেফ হোম ৷ অভিনেতার প্রয়াসে তাঁর পাশে আছে টালিগঞ্জের ব্রহ্মপুর প্লেসের সবুজ সোনালি সঙ্ঘ ক্লাব ৷ মঙ্গলবার বিকেলে সেফ হোমটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস ৷
যাত্রাপথের সূত্রপাতে বর্তমানে এই সেফ হোমে আটটি শয্যা আছে ৷ আপাতত এখানে পরিষেবা পাবেন ব্রহ্মপুরের স্থানীয় বাসিন্দারাই ৷ এর তত্ত্বাবধানের দায়িত্বে অনির্বাণ এবং  সবুজ সোনালি সঙ্ঘ ক্লাব থাকলেও সরকারি বা প্রশাসনিক দিক থেকে সহযোগিতা করবেন বিধায়ক অরূপ বিশ্বাস এবং কলকাতা পুরসভা ৷
বাংলা বিনোদন জগতের বেশিরভাগ মুখই এখন সামিল হয়েছেন কোভিড ত্রাণে ৷ ইতিমধ্যে্ই সেফ হোম খোলা হয়েছে সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়ের উদ্যোগে ৷ অন্যদিকে, তাঁদের মতো নিরাপদ আবাস খুলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনুপম রায়ও ৷ এই মানবিক ভূমিকায় দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকেও ৷ সেফ হোম খোলার পাশাপাশি সৃজিত উদ্যোগী হয়েছেন সুলভে অক্সিজেন সরবরাহের প্রয়াসেও ৷ ভাস্বর চট্টোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্তর মতো তরুণ তুর্কিরাও নজর কেড়েছেন কোভিডত্রাণে সামিল হয়ে৷
advertisement
advertisement
পিছিয়ে নেই সঙ্গীত দুনিয়ার ব্যক্তিত্বরাও ৷ ‘পথবন্ধু’ সংস্থা শুরু করে বিপন্ন, আর্তদের পাশে দাঁড়িয়েছেন দেবজ্যোতি মিশ্র ৷ লোপামুদ্রা মিত্র নিয়মিত গল্প আড্ডায় কোভিডরোগীদের মন ভাল রাখছেন ৷ ইমন চক্রবর্তী অতিমারির পাশাপাশি ইয়াস-বিধ্বস্ত এলাকাতেও ত্রাণ বন্টন করেছেন ৷ রূপম ইসলাম এবং তাঁর সহযোগীরা শুরু করেছেন অক্সিজেন পরিষেবা ৷ ইয়াস কবলিত জায়গাতেও তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন ত্রাণকার্যে ৷ অতিমারিকালে তারকারা ভুলে যাননি অন্য মারণ অসুখকেও ৷ ইতিমধ্যে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদান করেছেন সুদীপ্তা চক্রবর্তী, ইমন চক্রবর্তী এবং মীর ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban Bhattacharya : টালিগঞ্জের ব্রহ্মপুরের বাসিন্দাদের জন্য অভিনেতার উদ্যোগে শুরু হল সেফ হোম
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement