Animal: উগ্র পুরুষত্ব, হিংসাত্মক! ‘কবীর সিং’-এর মতো নিন্দার ঝড় ‘অ্যানিম্যাল’ নিয়েও, কী বললেন মনোজ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বক্স অফিসে ভাল নম্বর পেলেও সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবি নিয়েও থামছে না সমালোচনার ঝড়। এমন ছবি ‘বয়কট’ করারও ডাক দিচ্ছেন অনেকে।
বক্স অফিসে সফল রণবীর কাপুরের নতুন ছবি ‘অ্যানিম্যাল’। তবে বক্স অফিসে ভাল নম্বর পেলেও সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবি নিয়েও থামছে না সমালোচনার ঝড়। এমন ছবি ‘বয়কট’ করারও ডাক দিচ্ছেন অনেকে। এই ধরনের ছবি নিয়ে কী মনে করেন অভিনেতা মনোজ বাজপেয়ী? তাঁর বিস্ফোরক মন্তব্য এই মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়।
এই ছবি হিংসাত্মক, পুরুষত্বের উগ্র প্রকাশ। সমালোচকদের একাংশের এমনই মত। অনেকেই ছবিটিকে বন্ধ করে দিতে বলছেন। পরিচালক সন্দীপ রেড্ডির এর আগের ছবি ‘কবীর সিং’ নিয়েও উঠেছিল একইরকম নিন্দার ঝড়।
সম্পর্কের ‘হিংস্রতা’ দেখানো নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। ‘অ্যানিম্যাল’ বয়কট করার ডাকও দিয়েছেন নিন্দকরা। কিন্তু কবীর সিংয়ের মতো ছবি নিয়ে কী মত অভিনেতা মনোজ বাজপেয়ী?
advertisement
advertisement
এক সাক্ষাত্কারে ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা বলেন,‘‘আমার মতে কবির সিং এই সমাজেরই অংশ। আপনার যদি এই ছবি ভাল লাগে, তাহলে ঠিক আছে। আবার যদি না ভাল লাগে তাহলে দেখবেন না।
advertisement
যে মুহূর্তে আপনি এটিকে আপনার নিজের নৈতিকতার সঙ্গে মেলাতে চাইবেন, তাহলে তৈরি থাকুন সমাজের অন্য দৃষ্টিভঙ্গির ব্যক্তিরাও অন্য ছবির প্রতি আঙুল তুলবে। কারণ অন্য কোনও ছবি কোনও ব্যক্তির মোরালিটির সঙ্গে নাই মিলতে পারেন। যারা ছবিটি বন্ধ করার কথা বলছেন তাঁরা এই বিষয়টাও ভেবেই বলছেন তো?’’
‘কবীর সিং’ মুক্তি পাওয়ার পর অভিনেতা এক সাক্ষাত্কারে এই কথাই বলেছিলেন মনোজ। ‘অ্যানিম্যাল’ মুক্তির পরেও প্রাসঙ্গিক তাঁর এই কথা। তাই ‘অ্যানিম্যাল’ নিয়ে নিন্দার ঝড় উঠতেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনোজের পুরনো ভিডিও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 5:29 PM IST