Bhool Bhulaiyaa: ‘ভুল ভুলাইয়া ২’ থেকে কেন ‘বাদ’ পড়লেন অক্ষয় কুমার? এতদিনে মুখ খুললেন পরিচালক, কারণ শুনলে অবাক হবেন

Last Updated:

অক্ষয় কুমারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। একসঙ্গে ‘সিং ইজ কিং’ এবং ‘ওয়েলকাম’ ছবিতে কাজ করেছেন তাঁরা।

অক্ষয় কুমারের জুতোয় পা গলানোর দুঃসাহস! ‘ভুল ভুলাইয়া ২’-এর মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ানের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সিনেপ্রেমীরা। অনেকে সোজাসুজি বলেই দিয়েছিলেন, অক্ষয় কুমারকে বাদ দেওয়া উচিত হয়নি। কিন্তু কেন অক্ষয় কুমারের জায়গায় কার্তিক আরিয়ান? কী কারণ?
News18 Showsha-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এতদিন পর এই নিয়ে মুখ খুললেন পরিচালক আনিস বাজমি। কারণটা তিনি খুলে বলেননি। তবে একটা ইঙ্গিত দিয়েছেন। আনিস বলেন, “কোনও কারণে সিক্যুয়েলে থাকতে পারেননি অক্ষয় কুমার। আমি বা প্রযোজক তাঁকে জোর করতে চাইনি। তিনি দুর্দান্ত অভিনেতা। ‘ভুল ভুলাইয়া ২’-তে তিনি থাকলে অসাধারণ কাজ করতেন।”
‘ভুল ভুলাইয়া ২’-এর টিজারের ব্যাপক প্রশংসা হয়। কিন্তু দর্শক এবং বি-টাউনের অনেকেই ভেবেছিলেন, টিজার যেমনই হোক, ছবি হিট হবে না। আনিসের কথায়, “ভুল ভুলাইয়া ২ মুক্তির সময় অনেক রকমের বাধা এসেছে। টিজার সকলেরই পছন্দ হয়। কিন্তু একটা ধারণা তৈরি হয় যে, টিজার ভাল হলেও ছবি হিট হবে না। ট্রেলার মুক্তি পাওয়ার পরেও অনেকে আমায় বলেছিলেন, ‘অসাধারণ হয়েছে। কিন্তু ছবিটা ভাল চলবে না’।”
advertisement
advertisement
এর কারণ অক্ষয় কুমারের অনুপস্থিতি। আনিস বলেন, “ভুল ভুলাইয়াতে অক্ষয় কুমার এতটাই ভাল ছিলেন যে তাঁকে ছাড়া সিক্যুয়েল কল্পনাও করা যায় না। কিন্তু আমরা হাতে যা পেয়েছি, তাই দিয়েই আন্তরিকতার সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’ বানিয়েছি। মুক্তির পর ওই চরিত্রে কার্তিক আরিয়ানকে আপন করে নিয়েছেন দর্শকরা। ঠিক যতটা অক্ষয় কুমার ছিলেন।”
advertisement
‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিতে কী অক্ষয়কে আর দেখা যাবে, অন্তত ক্যামিও রোলে? আনিশ আশাবাদী। তিনি বলছেন, “অক্ষয় কুমারের কাছে আমার অবারিত দ্বার। যখন খুশি যেতে পারি। একবারও ভাবার দরকার নেই। মনে হয়, অক্ষয়ের উপর আমার একটা অধিকার আছে। কোনও চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে অনুরোধ করতেই পারি। খুব কম মানুষের সঙ্গেই আমার এমন সম্পর্ক আছে। মানানসই কোনও চরিত্র বা ক্যামিও থাকলে অক্ষয় অবশ্যই করবেন বলেই আমার বিশ্বাস।”
advertisement
অক্ষয় কুমারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। একসঙ্গে ‘সিং ইজ কিং’ এবং ‘ওয়েলকাম’ ছবিতে কাজ করেছেন তাঁরা। আনিশ বলেন, “অক্ষয় খুব ভাল মানুষ। কয়েকদিন আগে তাঁর সঙ্গে দেখাও হয়েছিল। শুধু এটুকু বলতে পারি, আমার সাফল্যে তিনি সবসময় খুশি হন। তিনি হয়ত আমার সঙ্গে আর কোনও ছবি না-ও করতে পারেন, কিন্তু তাঁর মতো অভিনেতার সঙ্গে কে কাজ করতে চাইবে না? ”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhool Bhulaiyaa: ‘ভুল ভুলাইয়া ২’ থেকে কেন ‘বাদ’ পড়লেন অক্ষয় কুমার? এতদিনে মুখ খুললেন পরিচালক, কারণ শুনলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement