Ratan-Noel Tata Relationship: উইলে ড্রাইভার, রাঁধুনিরও নাম রয়েছে, কিন্তু ভাই নোয়েলকে কিছুই দেননি রতন টাটা? কেমন ছিল তাঁদের সম্পর্ক?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
দুই ভাইয়ের সম্পর্কটা অত্যন্ত জটিল। বাইরে থেকে অবশ্য এর কিছুই আঁচ পাওয়া যায় না। যাইহোক সাইরাস মিস্ত্রি বিতর্কে নোয়েল রতন টাটাকেই সমর্থন করেছিলেন।
advertisement
দুই ভাইয়ের সম্পর্কটা অত্যন্ত জটিল। বাইরে থেকে অবশ্য এর কিছুই আঁচ পাওয়া যায় না। যাইহোক সাইরাস মিস্ত্রি বিতর্কে নোয়েল রতন টাটাকেই সমর্থন করেছিলেন। ২৫ অক্টোবর রতন টাটার উইল খোলা হয়। তিনি তাঁর সম্পত্তি থেকে ছোট ভাই জিমি, দুই বোন, ড্রাইভার, কুক এবং বাটলারকে কিছু না কিছু দিয়ে গিয়েছেন। কিন্তু সৎ ভাই নোয়েলকে কিছুই দেননি। এমনকী উইলে নোয়েলের নামও উল্লেখ করেননি তিনি।
advertisement
প্রশ্ন উঠছে, তাহলে কী নোয়েলের সঙ্গে রতন টাটার সম্পর্ক ভাল ছিল না? যদি সত্যিই তাই হয়, তাহলে তাঁদের সম্পর্ক কেমন ছিল? দুই সৎ বোন কারা, যাঁদের সম্পত্তির একটা অংশ দিয়েছেন রতন টাটা? বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রতন এবং নোয়েল একই পিতার সন্তান হলেও, তাঁদের মা আলাদা। অর্থাৎ তাঁরা সৎ ভাই। দু’জনের সম্পর্ক বেশ জটিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মা সুনি টাটার সঙ্গে সম্পর্কটাও কিছুটা টাল খায় বিবাহবিচ্ছেদের কারণেই। সুনি ফের বিয়ে করেন। যার ফলে প্রাথমিকভাবে কিছু টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। তবে মায়ের দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তাঁদের সম্পর্ক ফের দানা বাঁধতে শুরু করে। রতন টাটার দুই সৎ বোন। শিরিন এবং ডিনা জিজিভয়। দু’জনেই রতন টাটার খুব কাছের। শিরিন এবং ডিনা দাতব্য কাজের সঙ্গে যুক্ত। যা রতন টাটার জীবনেও গভীর প্রভাব ফেলেছিল।