Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, কো-অর্ড পোশাকে নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: লস অ্যাঞ্জেলস থেকে অনন্ত আম্বানির বিয়েতে মুম্বই পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা৷ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে দেখা গিয়েছে নিক-প্রিয়ঙ্কাকে৷ কো-অর্ড সেটে নজর কেড়েছে দেশি গার্ল ও নিক জোনাস৷
মুম্বই: আম্বানি পরিবারে চাঁদের হাট৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷ ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন আবারে বেশ কিছু অতিথিরা গতকালই পৌঁছে গিয়েছেন৷ অতিথিদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷
লস অ্যাঞ্জেলস থেকে অনন্ত আম্বানির বিয়েতে মুম্বই পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা৷ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে দেখা গিয়েছে নিক-প্রিয়ঙ্কাকে৷ কো-অর্ড সেটে নজর কেড়েছে দেশি গার্ল ও নিক জোনাস৷ একেবারে সাদামাটা ছিমছাম পোশাকে ঝড় তুলেছেন নিক-প্রিয়ঙ্কা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া, যিনি অভিনেত্রীর পাশাপাশি একজন স্টাইল আইকন, তার ফ্যাশন সেন্স সর্বদাই মুগ্ধ করে সকলকে৷ এবারও তার অন্যথা হল না৷ ট্রেন্ডি ভি-নেক স্ট্রাইপ কো-অর্ড সেটে তিনি সকলের নজর কেড়েছেন৷ সঙ্গে সোনালি রঙের কানের দুল, ব্রেসলেট, বাদামী-রিমড সানগ্লাস, এবং সাদা হিল পরে সকলকে মুগ্ধ করেছন৷ এবং নিক জোনাস বিলাসবহুল সিল্ক লাইওসেল ফ্যাব্রিকের একটি ম্যাচিং শার্ট এবং প্যান্ট পড়েছিলেন৷ সবুজ এবং সাদা রঙের কো-অর্ড সেটটি গরমের জন্য পারফেক্ট৷
advertisement
বিমানবন্দরে বাইরে নিক ও প্রিয়াঙ্কাকে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু হয়৷ পাপারাৎজিদের জন্য পোজও দেন নিক ও প্রিয়াঙ্কা৷ তাঁদের রিসিভ করার জন্য রোলস রয়েস পাঠিয়েছিলেন আম্বানি৷ ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে গাড়িতে উঠে চলে যান তাঁরা৷ নিক-প্রিয়াঙ্কাকে দেখা গেলে দেখা যায়নি মেয়ে মালতিকে৷ তবে কি মালতিকে না নিয়েই অনন্ত-রাধিকার বিয়েতে এসেছেন নিক-প্রিয়াঙ্কা৷ এ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 11:55 AM IST