Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, কো-অর্ড পোশাকে নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: লস অ্যাঞ্জেলস থেকে অনন্ত আম্বানির বিয়েতে মুম্বই পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা৷ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে দেখা গিয়েছে নিক-প্রিয়ঙ্কাকে৷ কো-অর্ড সেটে নজর কেড়েছে দেশি গার্ল ও নিক জোনাস৷

মুম্বই: আম্বানি পরিবারে চাঁদের হাট৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷ ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন আবারে বেশ কিছু অতিথিরা গতকালই পৌঁছে গিয়েছেন৷ অতিথিদের মধ্যে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷
লস অ্যাঞ্জেলস থেকে অনন্ত আম্বানির বিয়েতে মুম্বই পৌঁছেছেন নিক ও প্রিয়াঙ্কা৷ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের বাইরে দেখা গিয়েছে নিক-প্রিয়ঙ্কাকে৷ কো-অর্ড সেটে নজর কেড়েছে দেশি গার্ল ও নিক জোনাস৷ একেবারে সাদামাটা ছিমছাম পোশাকে ঝড় তুলেছেন নিক-প্রিয়ঙ্কা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া, যিনি অভিনেত্রীর পাশাপাশি একজন স্টাইল আইকন, তার ফ্যাশন সেন্স সর্বদাই মুগ্ধ করে সকলকে৷ এবারও তার অন্যথা হল না৷ ট্রেন্ডি ভি-নেক স্ট্রাইপ কো-অর্ড সেটে তিনি সকলের নজর কেড়েছেন৷ সঙ্গে সোনালি রঙের কানের দুল, ব্রেসলেট, বাদামী-রিমড সানগ্লাস, এবং সাদা হিল পরে সকলকে মুগ্ধ করেছন৷ এবং নিক জোনাস বিলাসবহুল সিল্ক লাইওসেল ফ্যাব্রিকের একটি ম্যাচিং শার্ট এবং প্যান্ট পড়েছিলেন৷ সবুজ এবং সাদা রঙের কো-অর্ড সেটটি গরমের জন্য পারফেক্ট৷
advertisement
বিমানবন্দরে বাইরে নিক ও প্রিয়াঙ্কাকে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু হয়৷ পাপারাৎজিদের জন্য পোজও দেন নিক ও প্রিয়াঙ্কা৷ তাঁদের রিসিভ করার জন্য রোলস রয়েস পাঠিয়েছিলেন আম্বানি৷ ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে গাড়িতে উঠে চলে যান তাঁরা৷ নিক-প্রিয়াঙ্কাকে দেখা গেলে দেখা যায়নি মেয়ে মালতিকে৷ তবে কি মালতিকে না নিয়েই অনন্ত-রাধিকার বিয়েতে এসেছেন নিক-প্রিয়াঙ্কা৷ এ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, কো-অর্ড পোশাকে নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement