Anant Ambani wedding: অনন্ত-রাধিকার বিয়ের আসরে করণের সঙ্গী হলেন প্রবাল! তুমুল চর্চার মাঝেই অমলিন বন্ধুত্ব

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: করণের সঙ্গে প্রবালের বন্ধুত্ব নিয়ে বলিউডে চর্চা কিছু কম নয়। এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, তিনি কোনও সম্পর্কে নেই। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি পরিচালক।

মুম্বই: সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাঁদের বিয়ের আসরে সামিল হয়েছিল গোটা বলিউড। বাদ পড়েননি করণ জোহরও। সি গ্রিন রঙের এম্বেলিশড কুর্তা জ্যাকেট এবং ভারী কাজের শালে নজর কেড়েছেন প্রযোজক-পরিচালক। তাঁর গলায় পান্না হারটি নজর কেড়েছে।
বিখ্যাত ডিজাইনার প্রবাল গুরুংও হাজির হয়েছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাঁর পরনে ছিল হালকা গোলাপি রঙের কুর্তা জ্যাকেট। করণের সঙ্গে লেন্সবন্দিও হলেন তিনি। দু’জনের মুখেই ছিল উজ্জ্বল হাসি। করণের সঙ্গে প্রবালের বন্ধুত্ব নিয়ে বলিউডে চর্চা কিছু কম নয়। এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, তিনি কোনও সম্পর্কে নেই। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি পরিচালক।
advertisement
advertisement
সেই সাক্ষাৎকারে করণ বলেন, “আমি খুব বেশি সম্পর্কে ছিলাম না। মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া সহজ ছিল না। এবং এমন একটি সম্পর্কের মধ্যে থাকা যা সমান ছিল। আমার একতরফা প্রেম ছিল। যেটা অনুপ্রাণিত হয়ে আমি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ করেছি। এই ভালবাসাকে আমি বহু বছর ধরে লালন করেছি। আমাকে ভালবাসার শক্তি সম্পর্কে অবগত করেছিল।”
advertisement
advertisement
১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার বিয়ে। শনিবার ছিল তাঁদের শুভ আশীর্বাদ। সেখানেও বসেছিল চাঁদের হাট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani wedding: অনন্ত-রাধিকার বিয়ের আসরে করণের সঙ্গী হলেন প্রবাল! তুমুল চর্চার মাঝেই অমলিন বন্ধুত্ব
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement