Anant Ambani-Radhika Merchant: জামনগরে সাজো সাজো রব! অনন্ত-রাধিকার বিশেষ দিনের জন্য ভারতে রিহানার টিম
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant নেটমাধ্যমে রিহানার টিমের বিমানবন্দর থেকে বেরিয়ে জামনগরে পা রাখার মুহূর্ত ভাইরাল। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন তাঁরা।
জামনগর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব নিয়ে সাজো সাজো রব গুজরাটের জামনগরে। সেখানে পারফর্ম করবেন রিহানা স্বয়ং। বুধবার আন্তর্জাতিক শিল্পীর টিম পৌঁছয় জামনগরে।
নেটমাধ্যমে রিহানার টিমের বিমানবন্দর থেকে বেরিয়ে জামনগরে পা রাখার মুহূর্ত ভাইরাল। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন তাঁরা। উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁদের। রিহানা ছাড়াও, জাদুকর ডেভিড ব্লেইন এবং অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্ঝ-সহ শীর্ষস্থানীয় ভারতীয় সশিল্পীরা অনন্ত এবং রাধিকা প্রাক-বিবাহের অনুষ্ঠান মাতাবেন। মঙ্গলবার গায়ক বি প্রাকও পৌঁছেছেন জামনগরে।
advertisement
advertisement
অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহ উৎসব ১-৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান এবং রজনীকান্ত-সহ জনপ্রিয় ভারতীয় তারকারা পরিবারের সাথে সঙ্গে উপস্থিত হবেন। সলমন খান, অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নারও রয়েছেন অতিথি তালিকায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 4:41 PM IST