একসঙ্গে সেলফি তুললেন আরিয়ান-নভ্যা !
Last Updated:
বলিউডে একজনের বাবা বাদশা, তো আরেকজনের দাদু শহেনশাহ ৷ অল্প বিস্তর বক্স অফিস লড়াইয়ও রয়েছে বিগবি-শাহরুখের মধ্যে ৷ কিন্তু সে যুদ্ধ তো বলিউডে ৷
#মুম্বই: বলিউডে একজনের বাবা বাদশা, তো আরেকজনের দাদু শহেনশাহ ৷ অল্প বিস্তর বক্স অফিস লড়াইয়ও রয়েছে বিগবি-শাহরুখের মধ্যে ৷ কিন্তু সে যুদ্ধ তো বলিউডে ৷
অন্যদিকে সাত সুমদ্র পাড়ে শাহরুখের ছেলে আরিয়ান ও অমিতাভের নাতনি নভ্যা নাভেলির বন্ধুত্ব দারুণ ৷ তাই তো একসঙ্গে গ্র্যাজুয়েশন পাশ করে তুললেন সেলফি ৷ শুধু কী সেলফি ৷ একসঙ্গে পার্টিও করলেন আরিয়া-নভ্যা ৷
এর আগেও নভ্যা-আরিয়ান নানা সময় নানাভাবে দেখা গিয়েছে ৷ কখনও নভ্যার গার্ল গ্যাঙে এন্ট্রি নিয়েছেন আরিয়ান, তো কখনও আরিয়ানের বন্ধুদের সঙ্গে আনন্দে মজেছেন নভ্যা ৷
advertisement
advertisement
গুঞ্জনে এসেছিলে নভ্যা ও আরিয়ান নাকি প্রেমও করছেন ৷ তবে সেই গুঞ্জনকে খুব একটা পাত্তা দেননি শাহরুখ পুত্র ও অমিতাভের নাতনি ৷ আপাতত, নিজেরে স্নাতক হওয়ার আনন্দেই আছেন বলিউডের নতুন জেনারেশন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2016 2:43 PM IST