বিগবির রেকর্ড, ট্যুইটারে ১৯ মিলিয়ন ফলোয়ার!
Last Updated:
শুধু কথাতেই নয়, কাজেও তিনি বলিউডের শহেনশাহ ৷ তাই তো বলিপাড়ার এই হ্যান্ডসাম বুঢডা আছেন সবেতেই ৷ বয়সকে পাত্তা না দিয়ে, স্কুটার, সাইকেল, বাইকে দিব্য আধিপত্য বিগবি ৷ রাত জেগে শ্যুটিং, সকালে ভ্রমণ, অলটাইম আপডেটেড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে !
#মুম্বই: শুধু কথাতেই নয়, কাজেও তিনি বলিউডের শহেনশাহ ৷ তাই তো বলিপাড়ার এই হ্যান্ডসাম বুঢডা আছেন সবেতেই ৷ বয়সকে পাত্তা না দিয়ে, স্কুটার, সাইকেল, বাইকে দিব্য আধিপত্য বিগবি ৷ রাত জেগে শ্যুটিং, সকালে ভ্রমণ, অলটাইম আপডেটেড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ! তাই তো অমিতাভের ঝুলিতে ফলোয়ার সংখ্যা এখন ১৯ মিলিয়ান ! ট্যুইটারের লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে বিগবি ৷
শ্যুটিং করছেন ৷ ছবি আপলোডেড ৷ শরীর খারাপ ৷ অমনি ট্যুইট ৷ তর্ক-বিতর্কে, সংবাদে, শিরোনামে অমিতাভ সদা রয়েছেন ট্যুইটারে ৷ কখনও মস্করা করছেন, তো কখনও একেবারে রাশভারি ! ট্যুইটারে অমিতাভের এরকম চলন-গমনই এগিয়ে দিয়েছে তাঁকে ৷ আপাতত, বলিউডের সব সেলিব্রিটিকে পিছনে ফেলে ১৯ মিলিয়ান ফলোয়ার নিয়ে এগিয়ে রয়েছেন বিগবি-ই ! অমিতাভের কথায়, ‘সত্তে পে সত্তার বয়স হল ৩৪ ৷ তাতে কি, আপাতত মজে আছি ১৯ মিলিয়ান ফলোয়ার নিয়েই !’ ট্যুইটার থেকে জানা গিয়েছে এখনও অবধি বচ্চন, প্রায় ৪৭ হাজার ট্যুইট করে ফেলেছেন !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2016 4:46 PM IST