Amitabh Bachchan ICC World Cup Final: একের পর এক হুমকি! টিম ইন্ডিয়ার ক্রিকেট ফাইনাল নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan ICC World Cup Final: রবিবার আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রোহিত-বিরাটরা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছেন। অপেক্ষা শুধু একটা ম্যাচ ও ইতিহাস তৈরির।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকির মুখে অমিতাভ বচ্চন। কেন এত হুমকি পাচ্ছেন বলিউডের মেগাস্টার? কারণ অবশ্য বিগ বি-র করা মন্তব্যই। রবিবার আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রোহিত-বিরাটরা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছেন। অপেক্ষা শুধু একটা ম্যাচ ও ইতিহাস তৈরির।
ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের জ্বরের মধ্যেই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘আমি না দেখলে আমরা জিতি’। অর্থাৎ, তিনি খেলা না দেখলে ভারতীয় দল জেতে বলে মানসিক এক বিশ্বাসের কথা জানিয়েছেন বিগ বি। আর তাতেই হয়েছে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের কারণেই হুমকি পেতে হচ্ছে তাঁকে।
advertisement
advertisement
T 4831 – when i don’t watch we WIN !
— Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023
আরও পড়ুন: চিচিঙ্গা চেনেন? চিনে অবশ্যই সবজিটি খাওয়া শুরু করুন! ডায়াবেটিস থেকে দেহের চর্বি; সব কমবে
ক্রিকেট দেখার সময় কুসংস্কারে আচ্ছন্ন থাকেন ভারতের দর্শকরা। কেউ-কেউ আছেন টিভির সামনে থেকে সরেন না। কেউ আছেন একবারও বাথরুমে যান না। কেউ আছেন খেলাই দেখেন না। তেমনই কুসংস্কারের কথা বলেছেন অমিতাভ। আর তার পরেই তাঁর এক্স হ্যান্ডেলে নেটিজেনের মন্তব্য, ‘তা হলে আপনি সেদিন চোখে রুমাল বেধে থাকবেন?’।
advertisement
আরেকজনের মন্তব্য, আপনার কোনও দরকার নেই খেলা দেখার। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল এক দিনের বিশ্বকাপের সেমিফাইনাল। সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে যে দল জিতবে, ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই দল। রবিবারের সেই ম্যাচের অপেক্ষায় এখন প্রহর গুনছেন দেশবাসী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 7:22 PM IST