‘উড়তা পঞ্জাব’ নিয়ে মুখ খুললেন বিগবি !
Last Updated:
শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সরগরম গোটা বলিউড ৷ সেই আঁচ দেখা গেল বিগবি অমিতাভের কথাতেও ৷ বুধবার শহর কলকাতায় নতুন ছবি ‘তিন’-এর প্রোমোশনে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ ‘তিন’ ছবি নিয়ে নানা কথার মাঝখানে সেন্সর বোর্ড ও উড়তা পঞ্জাব বিতর্ক নিয়েও মুখ খুললেন বিগবি !
#কলকাতা: শাহিদ কাপুরের নতুন ছবি ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সরগরম গোটা বলিউড ৷ সেই আঁচ দেখা গেল বিগবি অমিতাভের কথাতেও ৷ বুধবার শহর কলকাতায় নতুন ছবি ‘তিন’-এর প্রোমোশনে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ ‘তিন’ ছবি নিয়ে নানা কথার মাঝখানে সেন্সর বোর্ড ও উড়তা পঞ্জাব বিতর্ক নিয়েও মুখ খুললেন বিগবি !
অনুরাগ কাশ্যপের প্রযোজনায় তৈরি হয়েছে ‘উড়তা পঞ্জাব’ ৷ পরিচালক অভিষেক চৌবে ৷ মাদক আসক্ত পঞ্জাবের গল্পই উঠে এসেছে ‘উড়তা পঞ্জাব’ ছবিতে ৷ আর এখানেই আপত্তি জানিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ পহেলাজের আপত্তি ছবির নামে ব্যবহার হওয়া ‘পঞ্জাব’ শব্দটি নিয়েই ৷ যার বিরোধ করেছেন প্রযোজক ও পরিচালক ৷ বুধবার সেন্সর বোর্ডের সমালোচনা করে বিশেষ সাংবাদিক বৈঠকের ব্যবস্থাও করেছিলেন মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতারের মতো তাবড় বলিউড পরিচালকরা ৷ এমনকী, গোটা বিষয়টা জানিয়ে প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন অনুরাগ কাশ্যপ ৷
advertisement
কলকাতায় ‘তিন’ ছবির প্রোমোশনে এসে অমিতাভ বচ্চনের মুখেও উঠে এল উড়তা পঞ্জাবের কথা ৷ সেন্সর বোর্ডের সমালোচনা করে বিগবি বলেন, ‘উড়তা পঞ্জাবের কলাকুশলীদের পাশে আছি ৷ আমার মনে হয় সেন্সর বোর্ডের আরও উদার হওয়া উচিত ৷ নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের ৷ সৃজনশীলতাকে খুন করা উচিত নয় ৷ ’
advertisement
advertisement
‘উড়তা পঞ্জাব’ ইস্যু নিয়ে এখন একজোট বলিউড ৷ বুধবারের বৈঠকে পরিচালক জোয়া আখতার বলেন, ‘সেন্সর বোর্ড স্কুল প্রিন্সিপালের মত করছে ৷ যতই বাধা আসুক সিনেমা মুক্তি পাবেই ৷ ইন্টারনেটেও দর্শক দেখতে পাবে ৷ ’
শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷
advertisement
বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2016 7:27 PM IST