Neena Gupta: "কর্মজীবনের শুরুতে শাবানা আজমিকে হিংসে করতাম": অকপট 'পঞ্চায়েত প্রধান' নীনা গুপ্তা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Neena Gupta in Panchayet: এখন ভালো চরিত্র পেলেও আগে ঠিক এই কারণেই আরেক দক্ষ অভিনেত্রী শাবানা আজমিকে রীতিমতো হিংসে করতেন নীনা।
#মুম্বই: প্রায় ৪০ বছর ধরে অভিনয় শিল্পে নিজেকে উজাড় করে দিচ্ছেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। যদিও তাঁর কর্মজীবনের চার দশকের একেবারে শেষের দিকে এসে চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয়ের সুযোগ মিলছে তাঁর। শোনা যায়, নীনা গুপ্তার বাবা-মা চেয়েছিলেন তিনি আইএএস অফিসার হন। তবে প্রশাসনের জটিলতা নয় বরং অভিনয়ের দক্ষতা দিয়ে মানুষকে জয় করতেই চেয়েছিলেন নীনা। কোনও রাখঢাক না রেখেই নীনা জানিয়েছেন, এখন ভালো চরিত্র পেলেও আগে ঠিক এই কারণেই আরেক দক্ষ অভিনেত্রী শাবানা আজমিকে রীতিমতো হিংসে করতেন নীনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, নীনা গুপ্তা তাঁর অতীতে জীবনের নিরাপত্তাহীনতা সম্পর্কে সোজাসুজি কথা বলেন। নীনা জানান, সেই সময় শাবানা আজমির প্রতি খুব ঈর্ষান্বিত ছিলেন নীনা। তাঁর এই হিংসের কারণ, সমস্ত সিরিয়াল এবং চলচ্চিত্রে সব ভালো ভূমিকা পেতেন শাবানা। এমন ঘটনা প্রায়শই ঘটত যে হয়তো কোনও কাজের জন্য নীনার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে তাও শাবানাকে সেই কাজে নেওয়ার জন্য নীনাকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতাদের এই অপেশাদার মনোভাব নীনাকে আরও হতাশার দিকে ঠেলে দিয়েছিল বলেও জানান তিনি। তবে নীনা জানান, এই মুহূর্তে অনেক ভালো কাজের অফার পাচ্ছেন তিনি যা তাঁকে আরও বেশি নিজেকে অন্বেষণ করার সুযোগ দিচ্ছে এবং আরও চ্যালেঞ্জের মুখেও ছুঁড়ে দিচ্ছে।
advertisement
advertisement
নীনা গুপ্তা জানান, নিজেকে ছাড়া অন্য কারও সঙ্গেই আর প্রতিদ্বন্দ্বিতা করেন না তিনি। তিনি জানান পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে চান তিনি এবং ব্যক্তিগত লাভের জন্য বা খ্যাতির জন্য কারও সঙ্গে ভুল কিছু করতে চান না তিনি।
advertisement
বর্ষীয়াণ অভিনেত্রী নীনা গুপ্তাকে অ্যামাজন প্রাইমে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, বিশ্বপতি সরকার এবং চন্দন রায়ের সঙ্গে পঞ্চায়েত সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছে। এছাড়াও, নীনা গুপ্তাকে মাসাবা মাসাবার দ্বিতীয় সিজনে তাঁর কন্যা মাসাবা গুপ্তার সঙ্গে দেখা যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2022 4:25 PM IST