Pushpa 2: ভেঙে দেবে সব রেকর্ড...! প্রথম দিনেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে যেতে পারে 'পুষ্পা ২'
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Pushpa 2: আর সবথেকে বড় কথা হল, সুকুমার পরিচালিত এই ছবিটি প্রথম দিনেই সারা বিশ্বের বক্স অফিস থেকে ২৭০ কোটি টাকা আয় করবে বলে অনুমান। আসলে দেশ এবং আন্তর্জাতিক উভয় বাজারেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখা যাবে।
মুম্বই: সুপারস্টার অল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে। ভক্তদের প্রত্যাশা, ভারতীয় বক্স অফিসে ইতিহাস তৈরি করতে চলেছে এই ছবিটি। আর সবথেকে বড় কথা হল, সুকুমার পরিচালিত এই ছবিটি প্রথম দিনেই সারা বিশ্বের বক্স অফিস থেকে ২৭০ কোটি টাকা আয় করবে বলে অনুমান। আসলে দেশ এবং আন্তর্জাতিক উভয় বাজারেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখা যাবে। মোট কথা, নয়া রেকর্ড তৈরি করতে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আবারও পুষ্পা রাজের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে অল্লু অর্জুন।
ভারতের বিভিন্ন শহরে এই ছবির কত সংগ্রহ হবে, সেটাই Sacnilk.com-এর প্রাথমিক ভাবে অনুমানে উঠে এসেছে। তাহলে দেখে নেওয়া যাক সেই হিসাব।
অন্ধ্রপ্রদেশ/ তেলঙ্গানা: ৮৫ কোটি টাকা।
advertisement
কর্নাটক: ২০ কোটি টাকা
তামিলনাড়ু: ১২ কোটি টাকা
কেরল: ৮ কোটি টাকা
ভারতের বাকি অংশে: ৭৫ কোটি টাকা
আনুমানিক এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এক দিনেই দেশ থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে এই ছবিটি। আন্তর্জাতিক বাজার থেকে ৭০ কোটি টাকা রোজগার করবে বলে অনুমান করা হচ্ছে। ফলে সব মিলিয়ে ওপেনিং ডে-তেই সারা বিশ্বে ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে ‘পুষ্পা ২’।
advertisement
এদিকে আবার এই ছবি মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। কৌশল করেই মূলত এমনটা করা হয়েছে। আসলে বক্স অফিসে যাতে বাধাহীন ভাবে এই ছবিটি সোলো ওপেনিং ডে পায়, তার জন্য কৌশলগত ভাবেই মুক্তির দিন বৃহস্পতিবারে ফেলা হয়েছে।এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাধ ফাসিলকে। এই সিক্যুয়েলেও স্থান পেয়েছে পুষ্পা রাজের গল্পই। লাল চন্দন চোরাচালানের দুনিয়ায় আধিপত্য কায়েম করার জন্য পুষ্পা রাজের লড়াইয়ের গল্পই প্রতিফলিত হবে।
advertisement
‘পুষ্পা ২’ নিয়ে ইতিমধ্যেই যা হইচই শুরু হয়েছে, তা অন্যান্য ছবির সময়সূচিকেও প্রভাবিত করবে। শোনা যাচ্ছে, বক্স অফিসের লড়াই এড়ানোর জন্য ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবির নির্মাতারা মুক্তির দিন রিশিডিউল করছেন। ট্রেড এক্সপার্ট তরণ আদর্শ এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কারণ তিনি মনে করছেন যে, সকল ছবিকে পিছনে ফেলে এগিয়ে যাবে ‘পুষ্পা ২’। তাঁর মতে, ওই একই দিনে অন্য ছবির মুক্তি এড়ানোই ভাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 5:36 PM IST