ফের দক্ষিণী ছবি, একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট এবং রাম চরণ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আলিয়া ভাট শঙ্করের (Shankar) আগামী ম্যাগনাম ওপাসে অভিনয় করতে পারেন বলে খবর।
#মুম্বই: দক্ষিণী সিনেমায় এখন পরিচিতি ও পছন্দের তালিকায় রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এসএস রাজামৌলির (SS Rajamouli) প্যান-ইন্ডিয়া ছবি ‘রামা রৌদ্র রশিতম’ (Raama Roudra Rushitam) বা আরআরআর-এ (RRR) অভিনয় করার পর আলিয়া ভাট শঙ্করের (Shankar) আগামী ম্যাগনাম ওপাসে অভিনয় করতে পারেন বলে খবর। এই ছবিতেও অভিনেতা হিসেবে থাকতে পারেন দক্ষিণী অভিনেতা রাম চরণ (Ram Charan)। যদিও এ সংক্রান্ত কোনও অফিসিয়াল খবর এখনও প্রকাশ করা হয়নি। আলিয়া এর আগে রাম চরণের সঙ্গে আরআরআর ছবিতেও কাজ করেছেন। Etimes-এর প্রতিবেদন অনুসারে , আরআরআর-এ আলিয়ার কাজ দেখে বেশ খুশি হয়েছেন রাম চরণ, এর পর তিনি না কি পরবর্তী বড় প্রকল্পের জন্য আলিয়ার নাম প্রস্তাব করেছিলেন। এটিও একটি প্যান-ইন্ডিয়া ছবি, যার পরিচালক শঙ্কর। সম্প্রতি কমল হাসানের (Kamal Haasan) ছবি ইন্ডিয়ান ২-তে (Indian 2) কাজ করেছেন শঙ্কর। ছবিটি শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনের ব্যানারে দিল রাজু (Dil Raju) এবং শিরিষ (Shirish) দ্বারা প্রযোজিত হবে। এই ছবি তামিল, তেলেগু এবং হিন্দিতে মুক্তি পাবে এবং সম্ভবত এটি থ্রিডি-তে শ্যুট হবে।
শঙ্করের ইন্ডিয়ান ২-এর সেট কিছু দিন আগে মারাত্মক দুর্ঘটনার কবলে পরে। এর পর বন্ধ করা হয় ছবির শ্যুট। বর্তমান পরিস্থিতি কাটিয়ে আবার শ্যুট শুরু করার অপেক্ষায় রয়েছেন পরিচালক। ইন্ডিয়ান ২, ১৯৯৬ সালের একটি ব্লকবাস্টার রাজনৈতিক থ্রিলারের সিক্যুয়েল। ছবিতে কমল হাসান, সিদ্ধার্থ (Siddharth), কাজল আগরওয়াল (Kajal Aggarwal), রকুল প্রীত সিং (Rakul Preet Singh), প্রিয়া ভবানী শঙ্কর (Priya Bhavani Shankar) এবং বিবেক (Vivekh) উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
রাজামৌলির আরআরআর-এ আলিয়া সীতার চরিত্রে অভিনয় করেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলিয়ার প্রথম লুক প্রকাশ পেয়েছে। রাম চরণ আলিয়ার পোস্টার ট্যুইট করে তাঁর চরিত্রটি পরিচয় করিয়ে দিয়েছিলেন।
advertisement
She adds meaning to Ramaraju's mission! Meet my #Sita, a woman of strong will and resolve. Wishing you a glorious year ahead Alia @aliaa08 ! #RRR #RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @OliviaMorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/SK0hPXu5xH
— Ram Charan (@AlwaysRamCharan) March 15, 2021
advertisement
ছবিটি একটি পিরিয়ড ড্রামা যার পুরো নাম ‘রামা রৌদ্র রশিতম’। এটির ইংরেজি অনুবাদ ‘রাইজ রেভোল্ট রিভেঞ্জ’। নাম থেকেই বোঝা যায়, ছবিটি স্বাধীনতা-পূর্বের পটভূমিতে সেট করা আছে। ছবিতে দু'জন মুক্তিযোদ্ধা, অলুরি সীতারাম রাজু ( Alluri Sitarama Raju) এবং কোমারাম ভীমের (Komaram Bheem) কাহিনী বর্ণনা করা হয়েছে, যাঁরা যথাক্রমে হায়দরাবাদের ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাম চরণ, জুনিয়র এনটিআর (Jr NTR) এবং আলিয়া ছাড়াও ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ (Ajay Devgan) এবং অলিভিয়া মরিস (Olivia Morris)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 6:06 PM IST