Al Pacino becomes father of his fourth child: ৮৩-তে হলেন ৪র্থ সন্তানের বাবা! চর্চায় আল পাচিনো, প্রেমিকার লাস্যেও মাত সকলে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Al Pacino becomes father of his fourth child: গত বছর এপ্রিল থেকে আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়়ান নুর। এ বার একসঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা।
কলকাতা: ৮৩-তে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেতা আল পাচিনো। পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দিলেন অভিনেতার চতুর্থ সন্তানের। পেশায় ছবির প্রযোজক ২৯ বছর বয়সি নুর গত বছর এপ্রিল থেকে ‘গডফাদার’ তারকা আল পাচিনোর সঙ্গে সম্পর্কে আছেন৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দরমহলে৷
আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ বেভারলি ডি এঞ্জেলোর সঙ্গে ছ’বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। তাঁদের যমজ সন্তান আছে। অ্যান্টন এবং অলিভিয়া। অভিনেতার বর্তমান প্রেমিকা নুরও অতীতে একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, গত বছর এপ্রিল থেকে আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়়ান নুর। এ বার একসঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তাঁরা। আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯-তে সপ্তম সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 11:59 AM IST