Al Pacino to welcome his fourth child at 83: অন্তঃসত্ত্বা ২৯ বছর বয়সি বান্ধবী, চতুর্থ বার বাবা হবেন ৮৩ বছরের প্রবীণ অভিনেতা আল পাচিনো

Last Updated:

Al Pacino to welcome his fourth child at 83: দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দরমহলে

পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো
পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো
পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো৷ ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৮৩ বছর বয়সি এই অভিনেতার তরফে এই খবরে শিলমোহর দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে আর এক মাস পরই আল পাচিনোর বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের৷ পেশায় ছবির প্রযোজক ২৯ বছর বয়সি নুর গত বছর এপ্রিল থেকে গডফাদার তারকা আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডের অন্দরমহলে৷
তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর৷ তাঁর মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর প্রাক্তন প্রেমিকা৷ এছাড়াও আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনোর ঔরসে৷ ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম বজায় ছিল৷ পাশাপাশি, প্রযোজক নুর মহম্মদও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন৷ তাঁর প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন৷
advertisement
advertisement
প্রসঙ্গত ‘গডফাদার ২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে৷ নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা৷ সদ্যোজাত কন্যার নাম তাঁরা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো৷ এ বার প্রবীণ বয়সে পিতৃত্বকে স্বাগত জানিয়ে সহ-অভিনেতার পথে পা রাখতে চলেছেন আল পাচিনো-ও৷
advertisement
আরও পড়ুন :  ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা
অশীতিপর এই অভিনেতা গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল ছবিতে৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’-এর মতো ছবিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Al Pacino to welcome his fourth child at 83: অন্তঃসত্ত্বা ২৯ বছর বয়সি বান্ধবী, চতুর্থ বার বাবা হবেন ৮৩ বছরের প্রবীণ অভিনেতা আল পাচিনো
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement