অক্ষয় খান্নার ধুরন্ধর এন্ট্রি নেটদুনিয়াকে মনে করিয়ে দিচ্ছে বিনোদ খান্না এবং ইমরান খানের সঙ্গে রেখার নাচের কথা, মিল দেখে তাজ্জব সকলে !

Last Updated:

Akshaye Khanna's Dhurandhar Moves Reminds Vinod Khanna And Rekha's Dance: মজার বিষয় হল, বিনোদ খান্নার হাতের মুভমেন্ট নেটদুনিয়াকে অক্ষয়ের ধুরন্ধরের ভাইরাল এন্ট্রি স্টেপের কথা মনে করিয়ে দেয়।

অক্ষয় খান্নার ধুরন্ধর এন্ট্রি নেটদুনিয়াকে মনে করিয়ে দিচ্ছে বিনোদ খান্না এবং ইমরান খানের সঙ্গে রেখার নাচ
অক্ষয় খান্নার ধুরন্ধর এন্ট্রি নেটদুনিয়াকে মনে করিয়ে দিচ্ছে বিনোদ খান্না এবং ইমরান খানের সঙ্গে রেখার নাচ
মুম্বই: গত কয়েকদিন ধরেই অক্ষয় খান্না সংবাদমাধ্যমের শিরোনাম জুড়ে রয়েছেন। কারণ আর কিছুই নয়, সমস্ত কৃতিত্বই ধুরন্ধর ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। তিনি ছবিতে রেহমান ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন এবং তাঁর অভিনয় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। কিন্তু শুধু এটুকুতেই বিষয়টা সীমাবদ্ধ নয়। সব আলোচনা ছাপিয়ে যে দিকটা বিশেষ করে বার বার উঠে আসছে, তা হল FA9LA ট্র্যাক এবং এতে অক্ষয়ের নাচ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এবার অক্ষয়ের বাবা, কিংবদন্তি অভিনেতা বিনোদ খান্নার আরেকটি ভিডিও অনলাইনে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলিউডের কংবদন্তি অভিনেত্রী, অভিনেতা রেখা এবং বিনোদ খান্নার সঙ্গে হাত নাড়ছেন।
advertisement
advertisement
এই ভিডিও ক্লিপটি ১৯৮৯ সালে লাহোরের একটি অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের মঞ্চ একটি উষ্ণ মুহূর্ত ধারণ করে, যেখানে বিনোদ খান্না এবং রেখাকে নাচতে দেখা যায়। মজার বিষয় হল, বিনোদ খান্নার হাতের মুভমেন্ট নেটদুনিয়াকে অক্ষয়ের ধুরন্ধরের ভাইরাল এন্ট্রি স্টেপের কথা মনে করিয়ে দেয়।
এর আগে ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুরন্ধর ছবিতে অক্ষয়ের সহ-অভিনেতা ড্যানিশ পান্ডর প্রকাশ করেছিলেন যে রেহমান ডাকাতের এন্ট্রির এই ভাইরাল ডান্স স্টেপ কোরিওগ্রাফ করা হয়নি, বরং শ্যুটিংয়ের সময় অক্ষয় নিজেই তা পরিচালকের সঙ্গে আলোচনা করে পারফর্ম করবেন বলে ঠিক করেছিলেন।
advertisement
advertisement
ড্যানিশ এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা লেহ লাদাখে এই গানটির শ্যুটিং করেছি, আর বিজয় গঙ্গোপাধ্যায় পুরো গানটির কোরিওগ্রাফি করছিলেন। আমরা সবাই ট্র্যাকটি শুনেছিলাম এবং সেটা কতটা অসাধারণ ছিল তা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আদিত্য স্যার অক্ষয় স্যারকে শটটি ব্যাখ্যা করছিলেন। এর মাঝখানে অক্ষয় স্যার আদিত্য স্যারকে জিজ্ঞাসা করলেন, ‘আমি কি নাচতে পারি?’ আদিত্য স্যার বললেন, ‘তোমার যা খুশি করো।’’
advertisement
ড্যানিশ আরও বলেন, ‘‘তার পর একটা টেক হয়, আমরা সবাই ক্যামেরার সামনে যাই, আর তিনি সকলের নাচের দিকে তাকান, আর তার পর নিজে নিজেই নাচতে শুরু করে দেন। তার জন্য কোনও কোরিওগ্রাফি করা হয়নি। সবাই হতবাক হয়ে যান, এ তিনি কী করে ফেললেন! শটটি দেখার পর সবাই এত করতালি দিতে শুরু করেন, ফ্রেমগুলো এত ভাল দেখাচ্ছিল। তিনি নিজেই সব কিছু করেছেন। তিনি অসাধারণ।’’
advertisement
ধুরন্ধর ছবিটি ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধার। ছবিতে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের মতো অভিনেতারা অভিনয় করেছেন। দর্শকদের জনপ্রিয়তার কারণে ছবিটি প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকারও বেশি আয় করতে সক্ষম হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয় খান্নার ধুরন্ধর এন্ট্রি নেটদুনিয়াকে মনে করিয়ে দিচ্ছে বিনোদ খান্না এবং ইমরান খানের সঙ্গে রেখার নাচের কথা, মিল দেখে তাজ্জব সকলে !
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement