Home /News /entertainment /

আমাকে সমকামীরা পছন্দ করে: অক্ষয় কুমার

আমাকে সমকামীরা পছন্দ করে: অক্ষয় কুমার

বক্স অফিসে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে জন আব্রাহম, জ্যাকলিন ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘ঢিশুম’!

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বক্স অফিসে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে জন আব্রাহম, জ্যাকলিন ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘ঢিশুম’! তবে ছবিটি সুপারহিট হওয়ার পিছনে রয়েছেন আরেক জনও ৷ আর তিনি হলেন অক্ষয় কুমার !

  ‘ঢিশুম’ ছবিতে অক্ষয় এন্ট্রি নিয়েছেন একেবারে অন্য স্টাইলে ৷ আর এই স্টাইলই আপাতত খবরের শিরোনামে ৷ মাথায় ঝুটি, স্টাইলিস পোশাক, সি বাইক চালিয়ে অক্ষয়ে এন্ট্রি তো এই ছবির ইউএসপি ৷ তবে এর থেকেও বেশি আলোচিত দৃশ্য হল ঠোঁট চোখা করে অক্ষয়ের সেলফি ৷

  ‘ঢিশুম’ ছবিতে অক্ষয়কে দেখা গিয়েছে এক সমকামীর চরিত্রে অভিনয় করতে ৷ আর এই চরিত্র নিয়ে অক্ষয় জানিয়েছেন, ‘একজন অভিনেতার সব রকম চরিত্র করা উচিত ৷ তা সমকামী হোক বা অন্যকিছু ৷ আমার তো বেশ ভালোই লেগেছে ৷ আর আমি এক সময় সমকামীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলাম ৷ এখনও হয়তো আছি !’

  First published:

  Tags: Akshay Kumar, Bollywood, Dishoom, Gay

  পরবর্তী খবর