Akshay Kumar Twinkle Khanna Nitara : এই পৈশাচিক পরিকল্পনার অপরাধীর নাম...! অক্ষয়ের নাম করে কেন এই কথা বললেন টুইঙ্কল?
- Published by:Aryama Das
Last Updated:
Akshay Kumar Twinkle Khanna Nitara : সম্প্রতি একটি বরফে ঢাকা লেকে দেখা গিয়েছে বাবা-মেয়েকে
#মুম্বই: বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার... তাঁর ঢিশুম-ঢিশুম মারে কুপোকাৎ ইয়া বড়-বড় ভিলেন! পর্দায় তাঁর মারকাটারি অ্যাকশন দেখে দর্শকাসনে সিটির চোটে কান ঠিক রাখা দায়। বাস্তব জীবনে ব্ল্যাক বেল্ট অক্ষয় কিন্তু নিতান্তই শান্ত মানুষ! টুইঙ্কল, মেয়ে নিতারা আর ছেলে আরভ-কে নিয়ে তাঁর মিষ্টি সংসার। কিন্তু এটা কী জানেন, পর্দায় যে অক্কিকে ডরায় তাবড় তাবড় গ্যাংস্টার, বাস্তবে সেই অক্ষয়কে নিজের খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে মেয়ে নিতারা ।
বাবা-মেয়ের দারুণ দোস্তি । মেয়ে যেন বাবা অক্ষয়ের নয়ণের মণি। মেয়েকে সারাক্ষণ চোখে হারান অক্ষয় । কখনও নিতারার সঙ্গে ওযার্কআউট, কখনও আবার তার চুল বেঁধে দেওয়া, কখনও নিতারার সঙ্গে ওয়াটার স্পোর্টস, কখনও নিতারার খেলার সঙ্গী হওয়া...অবসর থাকলে মেয়েকে নিয়ে সময় কেটে যায় খিলাড়ির।
advertisement
advertisement
সম্প্রতি একটি বরফে ঢাকা লেকে দেখা গিয়েছে বাবা-মেয়েকে। ভিডিওটি করেছেন কে? টুইঙ্কল। শুধু তাই নয়, সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, "হিমশীতল রবিবার সকালে, কেউ সিদ্ধান্ত নেয় যে আমাদের একটি বরফের লেকের পাশ দিয়ে যেতে হবে। এই পৈশাচিক পরিকল্পনার অপরাধীর নাম অনুমান করার জন্য কোনও পুরস্কার নেই। আমার স্বাভাবিক দর্শন বলে: যাই হোক না কেন আপনার ফুঁটো নৌকা ততক্ষণ ভাসবে না, যতক্ষণ আমি না আমি আসছি। দুর্ভাগ্যবশত দর্শন, পদার্থবিদ্যা, এবং তাপগতিবিদ্যার নিয়মগুলি বিবাহ নামক বাঁধায় হার মেনে যায়। সত্যি? না মিথ্যা?"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 15, 2023 10:02 PM IST