মেট্রোয় অক্ষয় কুমার, ইমরান হাশমি! ভক্তদের সঙ্গে হুকস্টেপে পা মেলালেন ২ তারকা, দেখুন ভিডিও
- Published by:Anulekha Kar
Last Updated:
হঠাৎই মুম্বই মেট্রোতে দেখা গেল অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে!
নয়াদিল্লি: হঠাৎই মুম্বই মেট্রোতে দেখা গেল অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে! মেট্রোর মধ্যে ভক্তদের সঙ্গে নাচের তালে পাও মেলান অক্ষয় ও ইমরান। পছন্দের অভিনেতাদের দেখা মাত্রই সেলফি তোলার হিড়িক ওঠে ভক্তদের মধ্যে।
সম্প্রতি 'সেলফি' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। মুক্তির কয়েকদিন আগে, অভিনব উপায়ে ছবির প্রচার করলেন ২ অভিনেতা। মুম্বাই মেট্রোর ভিতরে ভক্তদের সঙ্গে দেখা করে গানের তালে নাচলেন অক্ষয় ও ইমরান।
advertisement
advertisement
বৃহস্পতিবার, ইনস্টাগ্রামে অক্ষয় কুমার এবং ইমরানের একটি ভিডিও শেয়ার হতে দেখা যায়। ভিডিওতে, নিজেদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে একটি নবিন মুম্বাই মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেখা যায় ২ তারকাকে। তারপর এক দৌড়ে মেট্রো রেল ধরেন ২ অভিনেতা। ট্রেনের মধ্যেই ভক্তদের সঙ্গে পা মেলান 'মে খিলাড়ি তু আনাড়ির' হুকস্টেপে।
সুরজ ভেঞ্জারমুডু এবং পৃথ্বীরাজ সুকুমারন প্রযোজিত সেলফি ছবিটি মূলত একটি মালয়ালম ছবি 'ড্রাইভিং লাইসেন্সের' রিমেক । ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে পৃথ্বীরাজ সুকুমারানকে। ছবিটির পরিচালনা করেছেন রাজ মেহতা। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি এবং নুশরাত ভরুচা।
advertisement
ছবিটিতে বিজয় কুমার নামের এক সুপারস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। যেখানে একজন আরটিও অফিসারের ভূমিকায় দেখা যবে ইমকরানকে। অক্ষয়ের প্রবল ভক্ত এই অফিসার এবং তাঁর সঙ্গে দেখা করে একটি সেলফি তোলা তার একমাত্র স্বপ্ন।
advertisement
advertisement
বুধবার, নিজের ইনস্টাগ্রাম থেকে ছবিটির দ্বিতীয় ট্রেলার শেয়ার করেছেন অক্ষয়।ট্রেলারটি শেয়ার করে অক্ষয় ইনস্টাগ্রামে লিখেছেন, " সাধারণ মানুষের গল্প তো অনেক শুনেছেন এবার বিজয় কুমারের গল্প শুনে নিন" । ট্রেলারটি শেয়ার হওয়া মাত্রই সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 9:04 PM IST