Mika Di Vohti : বন্ধুত্ব ১২ বছরেরও বেশি সময় ধরে, মিকার প্রতি আকাঙ্ক্ষার প্রেমের অনুভূতি স্বয়ম্বরের শো-তেই

Last Updated:

Mika Di Vohti : এই শো-এ দেরিতে প্রবেশ করলেও নিজের জায়গা তৈরি করে নেন আকাঙ্ক্ষা৷

এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু
এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু
মুম্বই : সৌজন্যে রিয়্যালিটি শো৷ তার সুবাদেই মনের মানুষকে খুঁজে পেলেন মিকা সিং৷ দর্শকরাও সাক্ষী থাকলেন তাঁর জীবনসঙ্গী সন্ধান পর্বের ৷ ‘মিকা দি ভোহথি’ রিয়্যালিটি শো-এ মিকা তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আকাঙ্ক্ষা পুরীকে ৷ এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ৷ এই শো-এ দেরিতে প্রবেশ করলেও নিজের জায়গা তৈরি করে নেন আকাঙ্ক্ষা৷ মডেলিং দুনিয়ায় কেরিয়ার শুরু করা আকাঙ্ক্ষা দ্রুত পা রাখেন ছবির দুনিয়ায় ৷ তামিল ছবি ‘অ্যালেক্স প্যান্ডিয়ান’-এ প্রথম অভিনয় আকাঙ্ক্ষার৷
এর পর ক্রমশ মালয়লম ও কন্নড় ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা ইন্ডাস্ট্রিতে তৈরি করেন আকাঙক্ষা৷ বলিউডে তাঁর বড় কাজ মধুর ভাণ্ডারকর পরিচালিত ২০১৫ সালের ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এ৷ ‘বিঘ্নহর্তা গণেশ’ ছবিতেও তাঁর অভিনয় দর্শকমনে দাগ কেটে যায় ৷ অভিনেতা-মডেল পরশ ছাবড়ার সঙ্গে সম্পর্কের সুবাদেও শিরোনামে জায়গা করে নেন তিনি ৷ তবে টেলিভিশন শো ‘বিগ বস’-এর প্রতিযোগী পরশের সঙ্গে আকাঙক্ষার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি ৷ কারণ বিগ বস-এর আর এক প্রতিযোগী মডেল মাহিরা শর্মার প্রতি অনুরক্ত হয়ে পড়েন পরশ ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : রণবীরের ছবি নারী ভাবাবেগে আঘাত করেনি, সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেতা সুমনা চক্রবর্তী
গত ১২ বছররেও বেশি সময় ধরে মিকা-আকাঙক্ষার বন্ধুত্ব থাকলেও সেখানে কোনও বিশেষ অনুভূতি ছিল না, দাবি আকাঙ্ক্ষার ৷ স্বয়ম্বর সভার এই রিয়্যালিটি শো-এ এসেই মিকার প্রতি মন দুর্বল হয়ে ওঠে ৷ দাবি মডেল তথা অভিনেত্রীর ৷ তাঁকে জীবনসঙ্গিনী হিসেবে মিকা পছন্দ করার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আকাঙক্ষা পুরী ৷ লেখেন ‘‘রাজার মনোনীত হওয়ার পর তাঁর জীবনের বড় মুহূর্তের ছবি আকাঙক্ষা দিল ইনস্টাগ্রামে ৷’’ ছবির ক্যাপশনে তিনি মিকা সিংকে উদ্দেশ্য করে লেখেন ‘‘এটা আমাদের নতুন যাত্রার সূত্রপাত৷’’ তাঁর এই পোস্টের প্রেক্ষিতে বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছা জানান৷
advertisement
কিন্তু স্বয়ম্বর তো হল ৷ বিয়ে কবে হবে? সে বিষয়ে কিছু জানায়নি এই জুটি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mika Di Vohti : বন্ধুত্ব ১২ বছরেরও বেশি সময় ধরে, মিকার প্রতি আকাঙ্ক্ষার প্রেমের অনুভূতি স্বয়ম্বরের শো-তেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement