Aindrila Sharma: ‘তোকে ছাড়া প্রতি দিন আরও কঠিন’, রাখিতে ঐন্দ্রিলাকে মনে করে চোখ ভেজানো পোস্ট দিদি ঐশ্বর্যর...

Last Updated:

Aindrila Sharma: বোনকে এক মুহূর্তের জন্যও ভোলেননি ঐশ্বর্য। ইনস্টাগ্রামে একটি পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর বিভিন্ন মুহূর্ত ধরা আছে সেখানে। তিনি লিখেছেন, “প্রতিদিন আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু।”

‘তোকে ছাড়া প্রতিদিন কঠিন’, রাখিতে ঐন্দ্রিলাকে মনে করে চোখ ভেজানো পোস্ট দিদির
‘তোকে ছাড়া প্রতিদিন কঠিন’, রাখিতে ঐন্দ্রিলাকে মনে করে চোখ ভেজানো পোস্ট দিদির
মিতুল আর মিষ্টি। বহরমপুর মাতিয়ে রাখত এই দুই খুদে। হাতে হাত দু’জনের। আপাত ভাবে হাত দু’টি একসঙ্গে না থাকলেও ছাড়াছাড়ি হয়নি কোনও দিনও। ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর সে কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁর চিকিৎসক দিদি ঐশ্বর্য শর্মা। আজ প্রায় নয় মাস হয়ে গেল ঐন্দ্রিলা নেই।  মিথ্যে হয়ে গিয়েছে সব প্রার্থনা, বিজ্ঞান৷ মিথ্যে হয় নি কেবল মৃত্যু৷ জীবনের সবচেয়ে অপ্রিয়, অথচ সবচেয়ে কঠিন সত্যির সামনে দাঁড়াতে হয়েছে একটা পরিবারকে৷
বোনকে এক মুহূর্তের জন্যও ভোলেননি ঐশ্বর্য। ইনস্টাগ্রামে একটি পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর বিভিন্ন মুহূর্ত ধরা আছে সেখানে। তিনি লিখেছেন, “প্রতিদিন আরও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাপি রাখি বোনু।”
advertisement
advertisement
আজ রাখি। ভাই-বোনেদের এক হওয়ার দিন আজ। ঐশ্বর্যর ভাই নেই। তাঁর সবকিছুই ছিল এই বোন ঐন্দ্রিলা। আজ ২৪ বছরের স্মৃতি আঁকড়ে বসে রয়েছেন দিদি। আরও হয়তো কত কত বছর একসঙ্গে কাটানো ছিল। আরও কত লড়াই লড়তে হত। কিন্তু আচমকাই মাঝপথে সব থেমে গেল ছোট বোন। মিষ্টি ফেলে গেল মিতুলকে। কিন্তু দিদির ফেসবুকের দেওয়াল জুড়ে কেবলই বোনের ছবি, ভিডিও। কত কত সুখস্মৃতির কথা ফুটে উঠছে রোজ রোজ।
advertisement
ব্রেন স্ট্রোকের পর যে ক’দিন ঐন্দ্রিলা হাসপাতালে ভর্তি ছিলেন, ঐশ্বর্য প্রতি মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলার দায়িত্ব নিয়েছিলেন। দাঁতে দাঁত চেপে বোনের সঙ্গেই লড়াই করেছিলেন। কিন্তু বোনে আটকে রাখতে পারলেন না আর। বোনের শেষযাত্রায় নিজে হাতে সাজিয়ে বোনকে চিরবিদায় জানিয়েছিলেন ঐশ্বর্য। আজ না থেকেও যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভীষণভাবে আছেন ছোট বোন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা প্রতিটি শব্দেও যেন ফুটে উঠেছে সেই আবেগ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma: ‘তোকে ছাড়া প্রতি দিন আরও কঠিন’, রাখিতে ঐন্দ্রিলাকে মনে করে চোখ ভেজানো পোস্ট দিদি ঐশ্বর্যর...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement