মেয়ের জন্মদিনে বড় প্রার্থনা বিদীপ্তার, ঐন্দ্রিলার সুস্থতা কামনায় সারা পৃথিবীর সঙ্গে শামিল অভিনেত্রীও, সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়া পোস্ট

Last Updated:

Bidipta On Aindrila Sharma|| Aindrila Critical: মাতৃত্বের বিনি সুতোর বন্ধনে কোথায় যেন এক সব মায়েদের মন। তাই নিজের মেয়ে, মায়ের আদরের 'সোমরি'র জন্মদিনে নিজের মেয়ের পাশাপাশি প্রায় সমবয়সি আরও এক মেয়ের জন্যও দীর্ঘায়ুর প্রার্থনা বেজে উঠেছে বিদীপ্তার মনে।

ঐন্দ্রিলার আরোগ্য প্রার্থনায় আবেগঘন পোস্ট বিদীপ্তার
ঐন্দ্রিলার আরোগ্য প্রার্থনায় আবেগঘন পোস্ট বিদীপ্তার
#কলকাতা : মৃত্যুর সঙ্গে আক্ষরিক অর্থেই পাঞ্জা লড়ছে এক বছর চব্বিশের মেয়ে ঐন্দ্রিলা। আর কী ভাবে যেন টলিপাড়া থেকে আম বাঙালির ঘরে ঘরে প্রতিটা মায়ের মন ছুঁয়ে যাচ্ছে এই লড়াই। দু-দুবার ক্যান্সারের মতো মারণ রোগ এড়িয়েও যুদ্ধ থামেনি টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। অজান্তে নিষ্ঠুর নিয়তির পরিহাসে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল সদ্য ফোটা এই ফুলের জীবনে।
ব্রেন স্ট্রোক আক্রান্ত মেয়ে আজ হাসপাতালের ভেন্টিলেশনের মিরাকলের অপেক্ষায়। এই অসম যুদ্ধে যার সঙ্গী, ছায়াসঙ্গী, সব্যসাচী চৌধুরী। বন্ধু, সখা, কাছের মানুষ সব্যসাচীর প্রেমিকা ঐন্দ্রিলার পাশে থাকাকে, প্রতিনিয়ত কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। তারই পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে এক মায়ের মন? আতঙ্ক এড়িয়ে যে মন শুধু একটাই প্রার্থনা একটাই আশায় বুক বেঁধেছে। আর সেই মায়ের আর্তি যেন বাজছে সব মায়েদের মনেই।
advertisement
অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাই নিজের মেয়ের জন্মদিনে প্রার্থনা জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। লিখেছেন, "আমারও প্রায় এই বয়সি একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।"
advertisement
advertisement
বিদীপ্তার প্রতিটি শব্দে ফুটে উঠেছে পরম ঈশ্বরের কাছে এক মায়ের আর্জি। সেই মা, যে কোনও এক জায়গায় ঐন্দ্রিলার মায়ের সঙ্গে একাত্ম। মাতৃত্বের বিনি সুতোর বন্ধনে কোথায় যেন এক সব মায়েদের মন। তাই নিজের মেয়ে, মায়ের আদরের 'সোমরি' ওরফে মেঘলা দাসগুপ্তের জন্মদিনে নিজের মেয়ের পাশাপাশি প্রায় সমবয়সি আরও এক মেয়ের জন্যও দীর্ঘায়ুর প্রার্থনা বেজে উঠেছে বিদীপ্তার মনে। আর তারই প্রকাশ অভিনেত্রীর পোস্টে।
advertisement
প্রসঙ্গত, গতকাল রাতেই সব্যসাচী চৌধুরি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বন্ধু ঐন্দ্রিলার জন্য প্রার্থনার কাতর আর্জি জানান অনুরাগী ও কাছের মানুষদের উদ্দেশ্যে। তিনি লিখেছেন, "কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human." আর তাতেই বেড়েছে আশঙ্কা।
advertisement
আজ ১২ দিন নিজের মনের জোরে চরম অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন সব্যসাচী ও ঐন্দ্রিলার পরিবার। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। বরং ফের সংক্রমণ বেড়েছে। জ্বরও রয়েছে। কখনও ভাল, কখনও আবার মন্দ, ঐন্দ্রিলার শরীর নিয়ে কোনওটাই সঠিক ভাবে বলতে পারছেন না চিকিৎসকরা। একটা সময় আশার বাণী শুনিয়েছিলেন প্রেমিক সব্যসাচী। লিখেছিলেন, যে হাতে হাসপাতালে নিয়ে এসেছিলেন, সেই হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন।
advertisement
কিন্তু এবার যেন তারও মন ভাঙছে। গতকাল সন্ধ্যায় সব্যসাচীই ফেসবুকে প্রার্থনার আর্জি করার পাশাপাশি মিরাকেলের প্রার্থনা করেন। আর তাতেই চিন্তা বেড়েছে টলিপাড়ার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের জন্মদিনে বড় প্রার্থনা বিদীপ্তার, ঐন্দ্রিলার সুস্থতা কামনায় সারা পৃথিবীর সঙ্গে শামিল অভিনেত্রীও, সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়ে যাওয়া পোস্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement