Saiyaara: আর ধরে রাখতে পারলেন না নিজেকে...,‘সাইয়ারা’-র সাফল্যে অনীতকে প্রকাশ্যে চুমু খেলেন আহান পান্ডে, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

Last Updated:

Saiyaara: পার্টি আর আনন্দের রাতের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। যদিও সেই আনন্দযাপনের মুহূর্তের একটি ভিডিও ভক্তদের মনে ছড়িয়ে দিয়েছে উন্মাদনার ঢেউ।

News18
News18
মুম্বই: সম্প্রতি বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে অনুষ্ঠিত হয়ে গেল ‘সাইয়ারা’ ছবির সাফল্যের উদযাপন। আর সেই পার্টিতে দুর্দান্ত আনন্দে সামিল হতে দেখা গেল ‘সাইয়ারা’ ছবির নবাগত জুটি আহান পাণ্ডে এবং অনীত পাড্ডাকে। পার্টি আর আনন্দের রাতের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। যদিও সেই আনন্দযাপনের মুহূর্তের একটি ভিডিও ভক্তদের মনে ছড়িয়ে দিয়েছে উন্মাদনার ঢেউ! কিন্তু কী দেখা গেল সেই ভিডিওটিতে? আসলে ভিডিওটিতে দেখা যায়চ্ছে যে, নায়িকা অনীতের কপালে স্নেহচুম্বন এঁকে দিচ্ছেন আহান। ভালবাসা আর স্নেহ মাখানো এই মিষ্টি মুহূর্তটি ভক্তদেরও মুগ্ধ করেছে।
সোশ্যাল মিডিয়ায় নবাগত জুটি আহান এবং অনীতের ফ্যান পেজগুলিতে ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পার্টির আনন্দ-যাপনের মুহূর্তগুলি ছড়িয়ে পড়েছে। সেখানেই অনীতের কপালে আহানের চুম্বনের মিষ্টি মুহূর্তটি ধরা পড়েছে। পর্দার বাইরেও এই নতুন জুটির গভীর রসায়ন স্পষ্ট হয়ে গিয়েছে। যা দেখে মন গলেছে ভক্তদেরও। এক ভক্ত লিখেছেন, ‘Screaminggggggg ahhhhh।’ অন্য একজন আবার লিখেছেন যে, ‘এই মুহূর্তে লাফাচ্ছি, চিৎকার করছি আর রীতিমতো পাগল হয়ে যাচ্ছি।” তৃতীয় এক ভক্ত লিখেছেন যে, ‘দু’জনেই কী মিষ্টি!” অন্য এক নেটিজেন অবশ্য লিখেছেন যে, “এটা তো শুধু বন্ধুত্বের একটা চুম্বন। বিশেষ কিছু নয়!’
advertisement
advertisement
এদিকে ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পার্টির একাধিক ছবি ভাগ করে নিয়েছেন আহানের মা ডিয়ান পাণ্ডে। ক্যাপশনে তিনি লিখেছেন যে, ‘আমার মিষ্টি পুত্র যেন নিজের পরিচালকের দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছেন না। পরিচালকের প্রতি ওঁর যে ভালবাসা এবং সম্পর্ক রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। @mohitsuri আপনি আমাদের জীবনে রয়েছেন বলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনি সেরা, আপনি ম্যাজিক্যাল। আর @sumanaghoshs আপনি ঠিক পুতুলের মতো, খুবই কিউট। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য খুবই আনন্দিত। আপনি করে দেখিয়ে দিয়েছেন। @shanoosharmarahihai আপনার জন্য আমার মনে রয়েছে অনেক ভালবাসা। অনেক কিছু বলার আছে আপনাকে। খুব শীঘ্রই আপনার সঙ্গে বসে মনের কথা বলব। আমার আহানের জন্য আপনি ছিলেন, তার জন্য ধন্যবাদ এবং ভালবাসা।’
advertisement
এখানেই শেষ নয়, আহানের নায়িকা অনীতের প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা গেল ডিয়ানকে। তিনি লিখেছেন যে, ‘@aneetpadda_ এভাবেই তারুণ্যে তরতাজা থাকো, নিষ্পাপ-সরল থাকো। তুমি একজন দুর্ধর্ষ অভিনেত্রী। তোমার জন্য অত্যন্ত গর্বিত। @ahaanpandayy আমার পুত্র, তুমি আমার মন-প্রাণ, আত্মা, আমার জীবন, আমার সব কিছু। আমার, তোমার বাবা, তোমার দিদি এবং তোমার আশপাশে থাকা সকলের জন্য এক পরীকে পৃথিবীতে আনার জন্য ধন্যবাদ। এভাবেই থাকো সারাটা জীবন। তোমায় খুবই ভালবাসি, তোমার জন্য খুবই গর্বিত। আরও উজ্জ্বলতা ছড়িয়ে দিতে থাকো। আর এই বিশ্বাসটা সব সময় বজায় রেখো।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saiyaara: আর ধরে রাখতে পারলেন না নিজেকে...,‘সাইয়ারা’-র সাফল্যে অনীতকে প্রকাশ্যে চুমু খেলেন আহান পান্ডে, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement