Shah Rukh Khan: অমিতাভের নাতি আর শাহরুখের মেয়ে কি প্রেম করছে! মণীশ মলহোত্রার বাড়িতে ছোট্ট মুহূর্ত, ভিডিও ভাইরাল হুহু করে

Last Updated:

এবছরের শুরুতে প্রথমবার অগস্ত্য এবং সুহানার প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউডে৷ দ্য আর্চিস প্রোডাকশনের এক সূত্র মারফত জানা যায়, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি একে অপরকে ডেট করছেন এই দু’জন৷ কখনও তা লুকনোরও চেষ্টা করেনি৷

মুম্বই: অগস্ত্য নন্দা এবং সুহানা খান৷ একজন, বিগ বি অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি, আর অন্যজন, কিং খানের আদরের মেয়ে৷ বহুদিন ধরেই বি টাউনে খবর, এঁরা দু’জন নাকি লুকিয়ে চুরিয়ে প্রেম করছেন৷ অবশ্য স্পষ্ট কথা বলছেন না কেউ-ই৷ পাত্র-পাত্রী তো নয়ই, এমনকি, পরিবারের কেউ-ও নয়৷ তবে সম্প্রতি একটি ভিডিয়োয় এমন একটা ছোট্ট মুহুর্তের ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়৷ তার পর থেকেই ফের শুরু হয়েছে জল্পনা৷
সম্প্রতি নিজের বাড়িতে দিওয়ালির পার্টি রেখেছিলেন বলিউড স্টারদের ‘ফেভরিট’ ডিজাইনার মণীশ মালহোত্রা৷ কে না এসেছিলেন সেখানে৷ এমনকি, প্রাক্তন জুটি ঐশ্বর্যা রাই বচ্চন এবং সলমন খানও গিয়েছিলেন সেই পার্টিতে৷ অবশ্যই আলাদা আলাদা৷
মণীশের পার্টিতে আমন্ত্রিত ছিল গ্যাং ‘দ্য আর্চিস’৷ ডিসেম্বরে জোয়া আখতারের যে সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছে সুহানা খান এবং অগস্ত্য নন্দা৷ সিনেমার অনসম্বল কাস্টে রয়েছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কপূরও৷ এছাড়ও রয়েছেন আরও ৩ জন৷
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট কোহলি ফোনে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন? ২৫ বছরের সম্পর্ক! মা-অনুষ্কা ছাড়া কে সেই তৃতীয় জন?
সূত্রের খবর, এই সিনেমায় এক সঙ্গে কাজ করার পাশাপাশি নাকি অফ স্ক্রিনের চুটিয়ে ডেট করছেন অগস্ত্য এবং সুহানা৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সুহানা খানকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছেন অগস্ত্য৷ সুহানা গাড়িতে বসে পড়ার পরে তিনি সযত্নে গাড়ির দরজাও বন্ধ করে দেন৷
advertisement

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

advertisement
আরও পড়ুন: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ! হাইকোর্টের নির্দেশে এবার এসেছে এক বিরাট বদল, জানুন যাবতীয় তথ্য
এবছরের শুরুতে প্রথমবার অগস্ত্য এবং সুহানার প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউডে৷ দ্য আর্চিস প্রোডাকশনের এক সূত্র মারফত জানা যায়, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি একে অপরকে ডেট করছেন এই দু’জন৷ কখনও তা লুকনোরও চেষ্টা করেনি৷ তবে, এখনই সর্বসমক্ষে সম্পর্কের কথা ঘোষণা করার পরিকল্পনা নেই তাঁদের৷ এমনকি, এ-ও জানা গিয়েছে, সুহানাকে নাকি খুবই পছন্দ করেন অগস্ত্যের মা তথা অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন৷ ছেলেন সঙ্গে সুহানার এই ‘সম্পর্কে’র জন্যেও তিনি খুশি৷
advertisement
advertisement
গত বছর ক্রিসমাস ব্রাঞ্চে নাকি কপূর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়েছিলেন অগস্ত্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: অমিতাভের নাতি আর শাহরুখের মেয়ে কি প্রেম করছে! মণীশ মলহোত্রার বাড়িতে ছোট্ট মুহূর্ত, ভিডিও ভাইরাল হুহু করে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement