Shah Rukh Khan: অমিতাভের নাতি আর শাহরুখের মেয়ে কি প্রেম করছে! মণীশ মলহোত্রার বাড়িতে ছোট্ট মুহূর্ত, ভিডিও ভাইরাল হুহু করে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এবছরের শুরুতে প্রথমবার অগস্ত্য এবং সুহানার প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউডে৷ দ্য আর্চিস প্রোডাকশনের এক সূত্র মারফত জানা যায়, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি একে অপরকে ডেট করছেন এই দু’জন৷ কখনও তা লুকনোরও চেষ্টা করেনি৷
মুম্বই: অগস্ত্য নন্দা এবং সুহানা খান৷ একজন, বিগ বি অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি, আর অন্যজন, কিং খানের আদরের মেয়ে৷ বহুদিন ধরেই বি টাউনে খবর, এঁরা দু’জন নাকি লুকিয়ে চুরিয়ে প্রেম করছেন৷ অবশ্য স্পষ্ট কথা বলছেন না কেউ-ই৷ পাত্র-পাত্রী তো নয়ই, এমনকি, পরিবারের কেউ-ও নয়৷ তবে সম্প্রতি একটি ভিডিয়োয় এমন একটা ছোট্ট মুহুর্তের ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়৷ তার পর থেকেই ফের শুরু হয়েছে জল্পনা৷
সম্প্রতি নিজের বাড়িতে দিওয়ালির পার্টি রেখেছিলেন বলিউড স্টারদের ‘ফেভরিট’ ডিজাইনার মণীশ মালহোত্রা৷ কে না এসেছিলেন সেখানে৷ এমনকি, প্রাক্তন জুটি ঐশ্বর্যা রাই বচ্চন এবং সলমন খানও গিয়েছিলেন সেই পার্টিতে৷ অবশ্যই আলাদা আলাদা৷
মণীশের পার্টিতে আমন্ত্রিত ছিল গ্যাং ‘দ্য আর্চিস’৷ ডিসেম্বরে জোয়া আখতারের যে সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছে সুহানা খান এবং অগস্ত্য নন্দা৷ সিনেমার অনসম্বল কাস্টে রয়েছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কপূরও৷ এছাড়ও রয়েছেন আরও ৩ জন৷
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট কোহলি ফোনে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন? ২৫ বছরের সম্পর্ক! মা-অনুষ্কা ছাড়া কে সেই তৃতীয় জন?
সূত্রের খবর, এই সিনেমায় এক সঙ্গে কাজ করার পাশাপাশি নাকি অফ স্ক্রিনের চুটিয়ে ডেট করছেন অগস্ত্য এবং সুহানা৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সুহানা খানকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছেন অগস্ত্য৷ সুহানা গাড়িতে বসে পড়ার পরে তিনি সযত্নে গাড়ির দরজাও বন্ধ করে দেন৷
advertisement
advertisement

আরও পড়ুন: ১৪,৩৩৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ! হাইকোর্টের নির্দেশে এবার এসেছে এক বিরাট বদল, জানুন যাবতীয় তথ্য
এবছরের শুরুতে প্রথমবার অগস্ত্য এবং সুহানার প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউডে৷ দ্য আর্চিস প্রোডাকশনের এক সূত্র মারফত জানা যায়, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি একে অপরকে ডেট করছেন এই দু’জন৷ কখনও তা লুকনোরও চেষ্টা করেনি৷ তবে, এখনই সর্বসমক্ষে সম্পর্কের কথা ঘোষণা করার পরিকল্পনা নেই তাঁদের৷ এমনকি, এ-ও জানা গিয়েছে, সুহানাকে নাকি খুবই পছন্দ করেন অগস্ত্যের মা তথা অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন৷ ছেলেন সঙ্গে সুহানার এই ‘সম্পর্কে’র জন্যেও তিনি খুশি৷
advertisement
advertisement
গত বছর ক্রিসমাস ব্রাঞ্চে নাকি কপূর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়েছিলেন অগস্ত্য৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
November 06, 2023 12:05 PM IST