corona virus btn
corona virus btn
Loading

লতা মঙ্গেশকরের 'হাসতে হাসতে কাট যায়ে রাস্তে' গানে ভিডিও শ্যুট করে ভাইরাল অভিনেত্রী সুমনা চক্রবর্তী

লতা মঙ্গেশকরের 'হাসতে হাসতে কাট যায়ে রাস্তে' গানে ভিডিও শ্যুট করে ভাইরাল অভিনেত্রী সুমনা চক্রবর্তী

এই মুহূর্তে তিনি বেশ পরিচিত মুখ

  • Share this:
#কলকাতা: ফের ফেসবুকে ভাইরাল হয়েছেন টলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ইদানিং তিনি মাঝে মধ্যেই বলাটা ভুল ঘনঘন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ৷ প্রতিবারই নিত্য নতুন ছবি বা ভিডিও শেয়ার করে ভাইরাল হয়েছেন এই টেলি অভিনেত্রী ৷ কখনও মেকআপ রুমে তো কখনও শ্যুটিং সেটে ৷ বারেবারে তিনি ধরিয়েছেন আগুন ৷ স্বভাবে সুমনা অত্যন্ত আন্তরিক ৷ খোলামেলা, হাসিখুশি ৷ সব থেকে বড় কথা এই মুহূর্তে স্টুডিও পাড়ার এক পরিচিত মুখ ৷ কালার্স বাংলার ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকের শ্যুটিং-এর ফাঁকে সবাইকে লতার দুর্দান্ত গানে ভিডিও শ্যুট করেছেন ৷ সবারই প্রিয় হাসতে হাসতে কাট যায়ে রাস্তে জিন্দেগি ইঁউ হি চলতে রহেঙ্গে ৷ সুমনার সঙ্গে ভিডিওতে রয়েছে আরও এক পরিচিত মুখ তুলিকা বসুও ৷
First published: September 15, 2019, 2:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर