শাহিদের দ্বিতীয়বার সন্তান হল, করিনাও নাকি আবার মা হচ্ছেন !

Last Updated:

তৈমুরের পর আবার খুদে পতৌদি পরিবারে

#মুম্বই: শাহিদ কাপুর সবে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ৷ এরমধ্যেই করিনা-র সুখবর ৷ না এখনি অবশ্য নয় ৷ তবে দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুত সইফ আলি খান ও করিনা কাপুর  ৷
করিনা কাপুরের একদা প্রেমিক শাহিদ কাপুরের সন্তান ও করিনা কাপুরের প্রথম সন্তানের জন্মের মধ্যে খুব বেশি সময়ের ফারাক ছিল না ৷ মীরা রাজপুত যখন প্রথম মাতৃত্বকালীন পর্ব কাটাচ্ছিলেন ঠিক সে সময়েই মাতৃত্বকালীন পর্ব কাটাচ্ছিলেন করিনা ৷
এখন শাহিদ -মীরার দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে ৷ এই অবস্থায় করিনার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন ৷ করিনার খুব কাছের বন্ধু অমৃতা অরোরা এই সিক্রেট আউট করেছেন ৷
advertisement
advertisement
একটি টক শো-তে অমৃতা জানিয়েছেন তৈমুরের ভাই-বোন নিয়ে ভাবনাচিন্তায় আছেন সইফ-করিনা ৷ তবে সেটা এখনই নয় ৷ বছর দু‘য়েক বাদে ফের একবার মা হতে চান করিনা ৷
অতএব নিজের পুরোন প্রেমিকের সঙ্গে মধুর টক্কর কী জারি রাখেন করিনা ৷ নাকি এটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ যাই হোক তৈমুর যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে ভালোবাসা পান ঠিক সেরকমই তাদের পরেরটিও পান সেটাই চাওয়া  ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহিদের দ্বিতীয়বার সন্তান হল, করিনাও নাকি আবার মা হচ্ছেন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement