শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন: কোহলি
Last Updated:
চতুর্থ ইনিংসে চারশো রানের উপর টার্গেট তাড়া করে ভারত টেস্ট জিতেছিল একবারই ৷ পোর্ট অফ স্পেনের সেই টেস্ট এখন ইতিহাসের পাতায় ৷ তারপর থেকে বিশাল রান তাড়া করে টেস্ট জয়ের নজির খুব কমই আছে টিম ইন্ডিয়ার ৷ এব্যাপারে কোহলি বাহিনীর রেকর্ডও খুব খারাপ ৷ তবে মঙ্গলবার ওভালে টেস্টের পাশাপাশি সিরিজ ১-৪-এ হারলেও কোহলি অ্যান্ড কোম্পানি বুঝিয়ে দিল যে এই দল শেষপর্যন্ত লড়াই করতে জানে ৷ সিরিজ হারার পরেও তাই অতটা মনমরা এদিন দেখায়নি কাপ্তান কোহলিকে ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ফলাফলে তো সব বোঝা যায় না। তবে শেষ দিনের এই লড়াই বুঝিয়ে দিল, আমাদের দলের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন।’’ Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
৪৬৪ রানের টার্গেট তাড়া করে নেমে মাত্র ২ রানেই ৩ উইকেট পড়ে যায় ভারতের ৷ পুজারা আউট হওয়ার পর ম্যাচ বাঁচানোর আশা আরওই ক্ষীণ হয়ে যায় ৷ কিন্তু গোটা সিরিজে যেটা পারেননি, সেটাই শেষ টেস্টের শেষ দিনে করে দেখালেন লোকেশ রাহুল ৷ লড়াইয়ে পাশে পেয়ে গিয়েছিলেন নবাগত ঋষভ পন্থকেও ৷ ওভালে শেষদিনে রাহুল-পন্থের জোড়া সেঞ্চুরিতে একসময় ম্যাচ জেতারও একটা সম্ভাবনা তৈরি হয় ৷ যদিও শেষ পর্যন্ত সেই ‘মিরাকল’ ঘটেনি ৷ তবে এই দুই ব্যাটসম্যানের মরিয়া লড়াই এদিন মুগ্ধ করেছে ক্যাপ্টেন কোহলিকে ৷ Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
তিনি বলেন, ‘‘মাঠে নেমে যত পারো ব্যাট করে যাও, এটাই ছিল আমাদের মূল ভাবনা। আমাদের দলে চারিত্রিক দৃঢ়তা আছে। আরও অভিজ্ঞতার প্রয়োজন। ইংল্যান্ড পেশাদার দল। আর খেলাগুলো ঘুরেছে দু-তিন ওভারের মধ্যে। এটা আমাদের বোঝা দরকার।’’ ঋষভেরও প্রশংসা করে বিরাট বলেন, ‘‘ও মানসিক ভাবে খুবই শক্তিশালী। সবসময় পজিটিভ থাকে ৷ সেটা ও আজ প্রমাণ করে দিল।’’
advertisement
advertisement