দীপিকার জেএনইউ সফর, ছবিতে শাহরুখের উপস্থিতি, বয়কট ট্রেন্ডে নতুন সংযোজন 'পাঠান'

Last Updated:

দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগে এমনই মন্তব্য করেছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'।

#মুম্বই: গোটা বলিউডই কি বয়কট ট্রেন্ডের আওতায়? প্রথম সারির বলি তারকাদের ছবি মুক্তির পাওয়ার আগে থেকেই সমস্ত ছবি বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনের একাংশ। শুরু হয়েছে আমির খানের 'লাল সিং চড্ডা' দিয়ে। একে একে হৃতিক রোশনের 'বিক্রম ভেদা', অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন', রণবীর কপূরের 'ব্রহ্মাস্ত্র', শাহরুখ খানের 'পাঠান'। বাদ যাচ্ছে না কোনও ছবি। একাধিক নেটিজেনের দাবি, গোটা বলিউডই বয়কট করা হোক।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'পাঠান' নিয়ে মাতামাতি শুরু হয়েছে অনেক দিন। বহু বছর পর পর্দায় ফিরবেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।
advertisement
advertisement
যাঁরা এত দিন 'লাল সিং চড্ডা' বয়কট করে ক্লান্ত, তাঁদের নিশানা এ বার পাঠান। তাঁদের মতে, গোটা বলিউডকে বয়কট করতে গেলে শাহরুখের ছবি দেখা বন্ধ করতে হবে। তা ছাড়া এই ছবির নায়িকার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।
advertisement
কেউ কেউ ২০১৯ সালের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে দাবি করেছেন, দীপিকা জেএনইউ-এর পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন, দেখা করেছিলেন ছাত্রনেত্রী ঐশী ঘোষের সঙ্গে। তাই তাঁর ছবি বয়কট করা উচিত বলে অভিমত একাধিক নেটিজেনের।
advertisement
এ দিকে বাদশা-ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁকে পর্দায় দেখতে যাওয়ার জন্য। সব মিলিয়ে 'পাঠান'-এর মুক্তি পাওয়ার অপেক্ষায় সকলে। তা সে যে কারণেই হোক না কেন।
দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগে এমনই মন্তব্য করেছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'। ব্যস, তার জেরে সদ্য মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি নিয়ে ট্যুইটারে রব, 'বয়কট লাল সিং চড্ডা'। সূত্রপাত এখান থেকেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার জেএনইউ সফর, ছবিতে শাহরুখের উপস্থিতি, বয়কট ট্রেন্ডে নতুন সংযোজন 'পাঠান'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement