corona virus btn
corona virus btn
Loading

‘দীপিকার ছবি বয়কট করুন’, ট্যুইট বিজেপি নেতার !

‘দীপিকার ছবি বয়কট করুন’, ট্যুইট বিজেপি নেতার !

জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় বিজেপির ক্ষোভে মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

  • Share this:

#মুম্বই: জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় বিজেপির ক্ষোভে মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা ট্যুইট করে দীপিকা পাড়ুকোনের সিনেমা বয়কট করার ডাক দেন!

ট্যুইট করে বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বগ্গা লেখেন, ‘বয়কট করুন দীপিকা পাড়ুকোনের সিনেমা ...’

RT

JNU কাণ্ড নিয়ে সরব গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা৷ এবার সেই তালিকাতেই নাম লিখিয়ে ফেললেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ মঙ্গলবার সন্ধে নাগাদ পৌঁছে গেলেন জেএনইউ-এর ক্যাম্পাসে ৷ পাশে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৷ জেএনইউ-য়ের সবরমতি টি-স্টলের সামনে পড়ুয়াদের প্রতিবাদী সভায় দেখা গেল ‘ছপ্পক’ অভিনেত্রীকে ৷ সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতে ছড়িয়ে পড়েছে ৷

Published by: Akash Misra
First published: January 7, 2020, 9:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर