টিজার দেখে করণকে বলিউডের শুভেচ্ছা ট্যুইটারে !

Last Updated:

করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার প্রকাশ পেতেই একদিকে দর্শকের লক্ষাধিক লাইক, তো অন্যদিকে গোটা বলিউড

#মুম্বই: করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার প্রকাশ পেতেই একদিকে দর্শকের লক্ষাধিক লাইক, তো অন্যদিকে গোটা বলিউড করণ জোহরের প্রশংসায় পঞ্চমুখ ৷ আমির থেকে শাহররুখ, আলিয়া থেকে প্রিয়াঙ্কা ৷ সব্বাই ট্যুইটারে করণকে জানালেন টিজার নিয়ে শুভেচ্ছা ৷
অপেক্ষা শেষ ৷ শ্যুটিং শুরু হওয়ার প্রথম দিন থেকে শিরোনামে থাকা করণ জোহরের নতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার সামনে আসতেই, ইন্টারনেটে তুমুল ঝড় ৷ মঙ্গলবার সকালে টিজার সামনে আসতেই, এক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক লাইক ৷ তা ৮০ সেকেন্ডের এই টিজারে কী দেখা গেল ?
করণ জোহরের সিনেমা যখন, তখন তো সম্পর্কের টানাপোড়েন, প্রেমের নতুন সংজ্ঞা তো থাকবেই ৷ সঙ্গে থাকবে মেলোড্রামা ৷ টিজার দেখে যা মনে হল, করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও এর থেকে ব্যতিক্রম কিছুই নয় ৷ তবে এক ঝলকে বেশ আগ্রহ জাগিয়ে তোলে এই ছবি ৷
advertisement
advertisement
ছবির মূল চার চরিত্র, যদিও তিন চরিত্র অর্থাৎ ঐশ্বর্য, অনুষ্কা ও রণবীরই বেশি জায়গা পেয়েছে এই টিজারে ৷ অল্প হলেও, টিজারে চমক কেড়েছেন ফাওয়াদ খান ৷ প্রেম, বিরহ, ব্যথা সবই এই ছবির চিত্রনাট্যে ভরপুর রয়েছে, তা দেখাই যায় স্পষ্ট ৷ ছবির গল্পে রয়েছে নানা ট্যুইস্ট, তা স্পষ্ট ছবির টিজার থেকেই ৷
advertisement
রণবীর-ঐশ্বর্য জুটি কিন্তু এই ছবির ইউএসপি ৷ পাশাপাশি এই দুই অভিনেতাকে বেশ মানিয়েছে ৷ রণবীরের নতুন লুকও বেশ গ্রহণ যোগ্য ৷ অন্যদিকে অনুষ্কা শর্মা ‘সুলতান’ জ্বর কাটিয়ে একেবারে ঝকঝকে ৷
প্রায়, দু’বছর ধরে এই ছবির শ্যুটিং চলেছে ৷ নিউ ইর্য়কের বেশ কিছু জায়গাতে চলেছে এই ছবির শ্যুটিং ৷ ইতিমধ্যেই ট্যুইটারে টিজারের প্রশংসা করে করণ জোহরকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে ৷ ছবিতে রণবীর, অনুষ্কা, ঐশ্বর্য, ফাওয়াদ ছাড়াও রয়েছেন লিসা হেডেন ও দীপ্তি নাভাল ৷ শোনা গিয়েছে, কেমিও চরিত্রেও নাকি দেখা যেতে পারে শাহরুখ খানকে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিজার দেখে করণকে বলিউডের শুভেচ্ছা ট্যুইটারে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement