#মুম্বই: কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি-র নতুন ছবি মালাং-এর পোস্টার ৷ আদিত্য-র কাঁধের ওপর বসে দিশার চুমু খাওয়ার ছবি তো রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যালে !
তবে এবার পোস্টার নয়, বরং ছবির ট্রেলারেই গোটা নজর কেড়ে ফেললেন নায়ক আদিত্য রায় কাপুর ৷ পেশিবহুল চেহারা, পিঠে লম্বা ট্যাটুতে একেবারে কিলিং লুক আদিত্য-র ৷ এমনকী, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এই ছবিতে সিরিয়াল কিলার চরিত্রেই দেখা যাবে আদিত্যকে ৷ যার খুন করাটাই নেশা ৷ তবে ছবির গল্পে যে ট্যুইস্ট রয়েছে, তা ট্রেলারেই ইঙ্গিত পাওয়া যায় !
অন্যদিকে, নজর কেড়েছেন অনিল কাপুর ৷ ট্রেলারেই আলাদা করে নজর কাড়লেন কুণাল খেমু !
তবে সবচেয়ে বেশি চোখ টানলেন নায়িকা দিশা পটানি ৷ কমলা বিকিনিতে নায়িকার ‘হট’ লুক এই ছবির আলাদা আকর্ষণ, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না !
এবার মুক্তি পেল এই ছবির টাইটেল ট্র্যাক ৷ মলং গানে রীতিমতো উষ্ণতা ছড়ালেন আদিত্য ও দিশা ৷ দেখুন সেই গান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya roy kapoor, Disha Patani, Malang, Video