Aditi Munshi : নিজের হাতে পরিবেশন করে শিশুদের খাইয়ে নন্দ উৎসবে মেতে উঠলেন অদিতি

Last Updated:

প্রতি বছর মহা সমারোহে জন্মাষ্টমী পালন করেন অদিতি (Aditi Munshi) ৷ পর দিন থাকে নন্দ উৎসব ৷

কলকাতা : গোকুলে কৃষ্ণ এসেছিলেন তাঁর কাছে ৷ সেই আনন্দে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব করেছিলেন যাদবরাজ নন্দ বা নন্দগোপ ৷ বাচ্চা ছেলেমেয়েদের তাদের পছন্দমতো খাওয়াতেন তিনি ৷ হাজার হাজার বছর ধরে সেই রীতি আজও পালিত হয়ে আসছে ৷ জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসবে কচিকাঁচাদের পাতে পড়ে তালের বড়া, তালক্ষীর, তালের পুলি, তালের লুচির মতো লোভনীয় খাবার ৷
বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi) অবশ্য তাঁর নন্দদের পাতে নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়ি, কয়েক রকম ভাজা, পায়েস-সহ নানা পদ ৷ প্রতি বছর মহা সমারোহে জন্মাষ্টমী পালন করেন অদিতি ৷ পর দিন থাকে নন্দ উৎসব ৷ তাঁর নন্দদুলালরা কেউ মাটির মূর্তি নয়, তারা সকলেই শিশু ভোলানাথ ৷ তাদের সামনে থালায় নিজের হাতে অন্ন পরিবেশনেই নন্দ উৎসবের সার্থকতা খুঁজে পান বিধায়ক শিল্পী ৷
advertisement
নন্দদের হাসিমুখ দেখতে অদিতি মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন এক বিশেষ ঠিকানায় ৷ সেখানে একসঙ্গে বড় হচ্ছে অনেক কচিকাঁচা ৷ পিছিয়ে পড়া পরিবারের এই মুখগুলোর সামনে বড় হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা, চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল সার বেঁধে ৷ তাদের পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখাচ্ছে এক বিশেষ সংস্থা ৷ তাদের অন্যতম উদ্যোগী অদিতি ৷
advertisement
advertisement
তিনি এতদিন ছিলেন ব্যস্ত শিল্পী ৷ এ বছর তার সঙ্গে যোগ হয়েছে জনপ্রতিনিধির ব্যস্ততা ৷ তার মাঝেই রীতি মেনে পালন করলেন জন্মাষ্টমী ৷
ইনস্টাগ্রামে অদিতি শেয়ার করেছেন তাঁর বাড়িতে সাতজন গোপালমূর্তিকে দুধ ও গঙ্গাজলে স্নান করানোর রিল ভিডিয়ো ৷ তার পর যত্ন করে তাঁর সাত গোপালকে পরিয়ে দিয়েছেন নতুন পোশাক ৷ প্রতি বছরের মতো এ বারও তাঁর বাড়িতে জন্মাষ্টমী তিথিতে রান্না করা হয়েছে হরেক রকম ভোগ ৷ সেখানে সনাতনী ভোগপ্রসাদের মাঝে সাজিয়ে দেওয়া হয় চকোলেটও ৷
advertisement
বিভিন্ন ধরনের গানে শ্রোতাদের হৃদয় জয় করে নিলেও অদিতি মূলত কীর্তনশিল্পী ৷ তাঁর উচ্চশিক্ষাও কীর্তন নিয়েই ৷ আশৈশব বাড়িতে কীর্তন শুনেই তাঁর সঙ্গীতের এই ধারার প্রতি আকর্ষণ জন্মায় ৷ কীর্তনের সুরে শ্রোতাদের মন আবিষ্ট করা অদিতি নিজেও বিভোর কৃষ্ণপ্রেমে ৷ যে প্রেমের মূলমন্ত্র শিবজ্ঞানে জীবসেবা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi : নিজের হাতে পরিবেশন করে শিশুদের খাইয়ে নন্দ উৎসবে মেতে উঠলেন অদিতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement