Aditi Munshi : নিজের হাতে পরিবেশন করে শিশুদের খাইয়ে নন্দ উৎসবে মেতে উঠলেন অদিতি

Last Updated:

প্রতি বছর মহা সমারোহে জন্মাষ্টমী পালন করেন অদিতি (Aditi Munshi) ৷ পর দিন থাকে নন্দ উৎসব ৷

কলকাতা : গোকুলে কৃষ্ণ এসেছিলেন তাঁর কাছে ৷ সেই আনন্দে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব করেছিলেন যাদবরাজ নন্দ বা নন্দগোপ ৷ বাচ্চা ছেলেমেয়েদের তাদের পছন্দমতো খাওয়াতেন তিনি ৷ হাজার হাজার বছর ধরে সেই রীতি আজও পালিত হয়ে আসছে ৷ জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসবে কচিকাঁচাদের পাতে পড়ে তালের বড়া, তালক্ষীর, তালের পুলি, তালের লুচির মতো লোভনীয় খাবার ৷
বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi) অবশ্য তাঁর নন্দদের পাতে নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়ি, কয়েক রকম ভাজা, পায়েস-সহ নানা পদ ৷ প্রতি বছর মহা সমারোহে জন্মাষ্টমী পালন করেন অদিতি ৷ পর দিন থাকে নন্দ উৎসব ৷ তাঁর নন্দদুলালরা কেউ মাটির মূর্তি নয়, তারা সকলেই শিশু ভোলানাথ ৷ তাদের সামনে থালায় নিজের হাতে অন্ন পরিবেশনেই নন্দ উৎসবের সার্থকতা খুঁজে পান বিধায়ক শিল্পী ৷
advertisement
নন্দদের হাসিমুখ দেখতে অদিতি মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন এক বিশেষ ঠিকানায় ৷ সেখানে একসঙ্গে বড় হচ্ছে অনেক কচিকাঁচা ৷ পিছিয়ে পড়া পরিবারের এই মুখগুলোর সামনে বড় হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা, চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল সার বেঁধে ৷ তাদের পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখাচ্ছে এক বিশেষ সংস্থা ৷ তাদের অন্যতম উদ্যোগী অদিতি ৷
advertisement
advertisement
তিনি এতদিন ছিলেন ব্যস্ত শিল্পী ৷ এ বছর তার সঙ্গে যোগ হয়েছে জনপ্রতিনিধির ব্যস্ততা ৷ তার মাঝেই রীতি মেনে পালন করলেন জন্মাষ্টমী ৷
ইনস্টাগ্রামে অদিতি শেয়ার করেছেন তাঁর বাড়িতে সাতজন গোপালমূর্তিকে দুধ ও গঙ্গাজলে স্নান করানোর রিল ভিডিয়ো ৷ তার পর যত্ন করে তাঁর সাত গোপালকে পরিয়ে দিয়েছেন নতুন পোশাক ৷ প্রতি বছরের মতো এ বারও তাঁর বাড়িতে জন্মাষ্টমী তিথিতে রান্না করা হয়েছে হরেক রকম ভোগ ৷ সেখানে সনাতনী ভোগপ্রসাদের মাঝে সাজিয়ে দেওয়া হয় চকোলেটও ৷
advertisement
বিভিন্ন ধরনের গানে শ্রোতাদের হৃদয় জয় করে নিলেও অদিতি মূলত কীর্তনশিল্পী ৷ তাঁর উচ্চশিক্ষাও কীর্তন নিয়েই ৷ আশৈশব বাড়িতে কীর্তন শুনেই তাঁর সঙ্গীতের এই ধারার প্রতি আকর্ষণ জন্মায় ৷ কীর্তনের সুরে শ্রোতাদের মন আবিষ্ট করা অদিতি নিজেও বিভোর কৃষ্ণপ্রেমে ৷ যে প্রেমের মূলমন্ত্র শিবজ্ঞানে জীবসেবা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi : নিজের হাতে পরিবেশন করে শিশুদের খাইয়ে নন্দ উৎসবে মেতে উঠলেন অদিতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement