মুম্বই: বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি ‘তানাজি’র পরিচালক ওম রাউত-এর আপকামিং ছবি ‘আদিপুরুষ’ -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফ। ‘আদিপুরুষ’ মুক্তির দিন একাধিকবার পিছিয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন সমালোচনার মধ্যেও জড়িয়ে পড়েছিল এই ছবি। চলতি বছরের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছবি হল ‘আদিপুরুষ’৷ সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার৷ যা প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে নেটপাড়ায়৷
‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ছবির রাবণ অর্থাৎ সইফকে দেখা মাত্রই কটাক্ষের ভরিয়ে দিয়েছিলেন সমালোচকরা৷ ছবির ভিএফএক্স নিয়ে উঠেছিল নানা প্রশ্ন৷ এবার ভিএফএক্স-এ নানা পরিবর্তন করে ট্রেলার প্রকাশ্যে এসেছে৷ আদিপুরুষের টিজার ও ট্রেলারকে পাশাপাশি রাখলেই বিস্তর ফারাক দেখতে পারবেন৷ সবচেয়ে যেটা অবাক করেছে সেটা হল ৩ মিনিটের ট্রেলারে রাবণ সইফ আলি খানকে প্রায় দেখাই যায়নি৷ যা দেখে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷
আরও পড়ুন-স্বামীকে কাছে টেনে ঠোঁটঠাসা চুম্বন, রুশার সাহসী ছবি দেখে আঁতকে উঠল সাইবারবাসী
আরও পড়ুন-সলমনকে খুনের হুমকি! লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ,তারপর যা হল…
ট্রেলারের ভিএফএক্স কাজ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছেন চলচ্চিত্র নির্মাতারা৷ ট্রেলারের শুরুতেই দেখা মিলল রাম ভক্ত হনুমানের৷ রামায়ণের চেনা গল্প বললেন হনুমান৷ রামের বনবাসে যাওয়া থেকে সীতার অপহরণ, রাম-সেতুর নির্মাণ সবকিছু থাকলেও লঙ্কেশ রাবণের ঝলক মাত্র দুবার দেখা গেল৷ যা দেখে একাধিক প্রশ্ন তুলেছেন সইফ ভক্তরা৷ ছবির টিজার ও পোস্টারের পর ট্রেলার নিয়ে উত্তেজিত ছিলেন ভক্তরা৷ অবশেষে এল ট্রেলার৷ তবে সইফকে না দেখতে পেয়ে খানিকটা হতাশ হয়েছেন ভক্তরা৷ সোমবার হায়দরাবাদে ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়েও হাজির ছিলেন না সইফ৷ তবে কি বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নাকি অন্য কোনও সমস্যা, প্রশ্ন তুলছেন নেটিজেনরা৷ ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিটি প্রযোজনা করছেন টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার । ট্রেলার মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ২০ লাখের বেশি দর্শক দেখে ফেলেছে৷ সুতরাং ছবিকে কেন্দ্র করে যে টানটান উত্তেজনা ভক্তদের মধ্য রয়েছে তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ সবকিছু ঠিক থাকলে ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।