Adipurush Box Office Collection day 8: সপ্তাহ শেষে বাতিল একাধিক শো, ভিড়ও কমছে হলে, ৮ দিনে কত আয় করল 'আদিপুরুষ'

Last Updated:

Adipurush Box Office Collection day 8: 'আদিপুরুষ' মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠেছে৷ শুক্রবার মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷

 সপ্তাহ শেষে বাতিল একাধিক শো, ভিড়ও কমছে হলে, ৮ দিনে কত আয় করল আদিপুরুষ
সপ্তাহ শেষে বাতিল একাধিক শো, ভিড়ও কমছে হলে, ৮ দিনে কত আয় করল আদিপুরুষ
মুম্বই: সুপারহিট ছবি ‘তানাজি’র পরিচালক ওম রাউত-এর আপকামিং ছবি ‘আদিপুরুষ’ -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফ। ৫০০ কোটি বাজেটের ছবি যে এমনটা হতে পারে, তা মনে হয় স্বপ্নেও ভাবেননি কেউ। শুরুর দিকে ব্যবসা ভাল হলেও সপ্তাহ শেষে একেবারে তলানিতে ঠেকেছে৷ যা দেখে মাথায় হাত পড়ার অবস্থা হল মালিকদের ৷ একাধিক শো যেমন বাতিল হচ্ছে, তেমনই হলেও আর ভিড় হচ্ছে না৷
‘আদিপুরুষ’ মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠেছে৷ শুক্রবার মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷ গত ৭ দিন সিনেমাটি ২৬৩.১৫ কোটি টাকার বক্সঅফিসে ব্যবসা করেছে৷ ছবি নিয়ে যে হারে সমালোচনা শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি হচ্ছে যে হলের মালিক লোক না হওয়ার জন্য শো বাতিল করতে বাধ্য করছে৷ যতদিন যাচ্ছে ততই ছবির ব্যবসায় ভাটা পড়ছে৷
advertisement
advertisement
চলতি বছরের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছবি হল ‘আদিপুরুষ’৷ ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা গেছে সইফ আলি খানকে।
advertisement
নির্মাতার দাবি করেছিলেন রামায়ণ এবার বড়পর্দায় আসছে৷ কিন্তু হলে ঢুকেই কিছুক্ষণের মধ্যে সকলেরই চক্ষু ছানাবড়া৷ একদিকে সোনার লঙ্কা কালে, তেমনই হনুমানের মুখের বিশ্রী ভাষা নিয়ে চলছে তীব্র সমালোচনা৷ আর ভিএফএক্সের কথা না বলাই ভাল৷ সবমিলিয়ে ‘আদিপুরুষ’ দেখতে গিয়ে দর্শকরা একপ্রকার হতাশ হয়েই বাড়ি ফিরছে৷ একাধিক প্রেক্ষাগৃহের মালিকরা ছবি নিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন৷ বাজেটের টাকা কত দিন উঠে আসবে তা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে আসছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Adipurush Box Office Collection day 8: সপ্তাহ শেষে বাতিল একাধিক শো, ভিড়ও কমছে হলে, ৮ দিনে কত আয় করল 'আদিপুরুষ'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement