Adipurush Box Office Collection day 8: সপ্তাহ শেষে বাতিল একাধিক শো, ভিড়ও কমছে হলে, ৮ দিনে কত আয় করল 'আদিপুরুষ'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Adipurush Box Office Collection day 8: 'আদিপুরুষ' মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠেছে৷ শুক্রবার মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷
মুম্বই: সুপারহিট ছবি ‘তানাজি’র পরিচালক ওম রাউত-এর আপকামিং ছবি ‘আদিপুরুষ’ -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফ। ৫০০ কোটি বাজেটের ছবি যে এমনটা হতে পারে, তা মনে হয় স্বপ্নেও ভাবেননি কেউ। শুরুর দিকে ব্যবসা ভাল হলেও সপ্তাহ শেষে একেবারে তলানিতে ঠেকেছে৷ যা দেখে মাথায় হাত পড়ার অবস্থা হল মালিকদের ৷ একাধিক শো যেমন বাতিল হচ্ছে, তেমনই হলেও আর ভিড় হচ্ছে না৷
‘আদিপুরুষ’ মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠেছে৷ শুক্রবার মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷ গত ৭ দিন সিনেমাটি ২৬৩.১৫ কোটি টাকার বক্সঅফিসে ব্যবসা করেছে৷ ছবি নিয়ে যে হারে সমালোচনা শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি হচ্ছে যে হলের মালিক লোক না হওয়ার জন্য শো বাতিল করতে বাধ্য করছে৷ যতদিন যাচ্ছে ততই ছবির ব্যবসায় ভাটা পড়ছে৷
advertisement
আরও পড়ুন-‘ইনকিউবেটরে রয়েছে ছেলে’, দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার, একরত্তির জন্য প্রার্থনার আর্জি
advertisement
চলতি বছরের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছবি হল ‘আদিপুরুষ’৷ ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা গেছে সইফ আলি খানকে।
advertisement
নির্মাতার দাবি করেছিলেন রামায়ণ এবার বড়পর্দায় আসছে৷ কিন্তু হলে ঢুকেই কিছুক্ষণের মধ্যে সকলেরই চক্ষু ছানাবড়া৷ একদিকে সোনার লঙ্কা কালে, তেমনই হনুমানের মুখের বিশ্রী ভাষা নিয়ে চলছে তীব্র সমালোচনা৷ আর ভিএফএক্সের কথা না বলাই ভাল৷ সবমিলিয়ে ‘আদিপুরুষ’ দেখতে গিয়ে দর্শকরা একপ্রকার হতাশ হয়েই বাড়ি ফিরছে৷ একাধিক প্রেক্ষাগৃহের মালিকরা ছবি নিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন৷ বাজেটের টাকা কত দিন উঠে আসবে তা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে আসছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 6:10 PM IST