হাঁটু পর্যন্ত কাপড়, শাড়ির আঁচল কোমরে, মার্শাল আর্টের কায়দায় কাপড় ধুলেন নায়িকা !

Last Updated:

যেমন নাম, তাঁর তেমনি কর্ম ! হ্যাঁ, নায়িকা আদা শর্মার আদা দেখে নেটিজেনরা একেবারে উন্মাদ !

#মুম্বই: যেমন নাম, তাঁর তেমনি কর্ম ! হ্যাঁ, নায়িকা আদা শর্মার আদা দেখে নেটিজেনরা একেবারে উন্মাদ !  ফলোয়ারের সংখ্যা রোজ রোজ বেড়েই চলেছে ৷ এরকমই জাদু আদার আদব-কায়দায় !
লকডাউনে সাধারণ থেকে সেলেব সবাই এখন নিজের কাজ নিজেই করছেন ৷ রান্না করছেন, ঘর মুছে নিচ্ছেন, কাপড় ধুচ্ছেন ৷ এরই মধ্যে সময় বার করে শরীরচর্চা আর টিকটক ভিডিও ৷ আর সব কাজের মধ্যেই একটু নতুনত্ব আনতে নতুন নতুন কায়দাও করছেন সেলেবরা৷
এই যেমন দেখুন নায়িকা আদা শর্মা ৷ কাজে একটু এনার্জি আনতে একেবারে মার্শাল আর্টকেই নিয়ে আনলেন দৈনিক কাজে !
advertisement
advertisement
ব্যাপারটা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদার এক ভিডিও দারুণ ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, হাঁটু পর্যন্ত কাপড় তুলে বালতিতে কাপড় কেঁচে আদা সেটা দড়িতে মেলে দেওয়ার সময়, কায়দা নিলেন মার্শাল আর্টের ! আদার এই কায়দা দেখে তো ফিদা নেটিজেনরা ৷
কেই এই আদা শর্মা?
বলিউডে নতুন পা রেখেছেন আদা ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘পুকার’-এ ৷ তারপর ভয়ের ছবি ১৯২০ তে প্রথমবার অভিনয় ৷ দক্ষিণ ভারতের ছবিতেও দারুণ জনপ্রিয় আদা ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাঁটু পর্যন্ত কাপড়, শাড়ির আঁচল কোমরে, মার্শাল আর্টের কায়দায় কাপড় ধুলেন নায়িকা !
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement