Sushant Singh Rajput: এখানেই মিলেছিল ঝুলন্ত দেহ! ‘যখন দেখতে গিয়েছিলাম…’ সুশান্ত সিং রাজপুতের সেই ফ্ল্যাট কিনে ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর

Last Updated:

মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমে কার্টার রোডের মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের ৬ তলায় রয়েছে এই ফ্ল্যাট। ২৫০০ বর্গফুট এরিয়া নিয়ে বিশাল ডুপ্লেক্স ৪ বিএইচকে এই ফ্ল্যাট থেকে সমুদ্র দেখা যায়।

সুশান্ত সিং রাজপুত (ফাইল ছবি)
সুশান্ত সিং রাজপুত (ফাইল ছবি)
‘দ্য কেরালা স্টোরি’-র পরই লাইমলাইটে আসেন অভিনেত্রী আদাহ শর্মা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘বস্তার: দ্য নকশাল স্টোরি’-তে। সেই আদাহ এবার ফ্ল্যাট কিনলেন মুম্বইয়ের মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে। এই ফ্ল্যাটেই একসময় থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তারপর থেকে খালিই ছিল এই ফ্ল্যাট। জানা গিয়েছে, সুশান্তর সেই ফ্ল্যাটই কিনেছেন আদাহ। তবে এই বিষয়ে পরিস্কার করে কিছু বলেননি অভিনেত্রী নিজে।
একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ কানন এই নিয়ে প্রশ্ন করলে আদাহ বলেন, ‘আপাতত বলতে চাই, আমি সকলের হৃদয়ে বাস করি। এসব কথা বলার সঠিক সময় এখনও আসেনি। যখন ওই ফ্ল্যাট দেখতে যাই, মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল। আমি ব্যক্তিগত বিষয়কে আলাদা রাখতে পছন্দ করি। আমি চাই, মানুষ আমার সিনেমা নিয়ে কথা বলুক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। গোপনীয়তা কাম্য”।
advertisement
advertisement
সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট বিক্রি হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়। তবে এমন মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করতে নারাজ আদাহ। তিনি বলেন, “যিনি এই পৃথিবীতে আর নেই, তাঁকে নিয়ে আলোচনা করাটা অর্থহীন। দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়েছেন। তাঁর মতো অভিনেতাকে আমি শ্রদ্ধা করি। তাঁর সম্মানে যেখানে যে জিনিসটা যেভাবে আছে সেভাবেই রাখব”।
advertisement
এর সঙ্গে আদাহ যোগ করেন, “অনেক সময় আবেগের বশে মানুষ আলগা মন্তব্য করে বসেন। এটা আমি একদম পছন্দ করি না। আপনি আমাকে ট্রোল করতেই পারেন, কিন্তু এমন কাউকে ট্রোল করবেন না যে এই পৃথিবীতে নেই। যার হয়ে বলার কেউ নেই। এখন থেকে কোথায় থাকব, খুব শীঘ্রই সেটা জানাব। কিন্তু এই মুহূর্তে আমি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করি, কোনও ভাড়া ছাড়াই”।
advertisement
প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমে কার্টার রোডের মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের ৬ তলায় রয়েছে এই ফ্ল্যাট। ২৫০০ বর্গফুট এরিয়া নিয়ে বিশাল ডুপ্লেক্স ৪ বিএইচকে এই ফ্ল্যাট থেকে সমুদ্র দেখা যায়। ২০২২ সালের ডিসেম্বরে ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন রিয়েল এস্টেট এজেন্ট রফিক মার্চেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: এখানেই মিলেছিল ঝুলন্ত দেহ! ‘যখন দেখতে গিয়েছিলাম…’ সুশান্ত সিং রাজপুতের সেই ফ্ল্যাট কিনে ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement