Salman Khan: রেগে গেলেই ভয়ঙ্কর! ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে যা করেছিলেন সলমন..., গুরুতর জখম হয়েছিলেন বৃদ্ধ লাইটম্যান, বিস্ফোরক দাবি অভিনেত্রীর
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Salman Khan: সেই প্রসঙ্গেই সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় মুখ খুললেন অভিনেত্রী শিবা চাড্ডা। সলমন খানের সঙ্গে তিনি ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
মুম্বই: কেরিয়ারের প্রথম দিকের দিনগুলিতে নিজের মেজাজের জন্য ইন্ডাস্ট্রিতে বেশ কুখ্যাত-ই ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। এমনকী এ-ও শোনা যেত যে, সেটে পৌঁছে রীতিমতো সকলকে ব্যতিব্যস্ত করে তুলতেন তিনি। সেই প্রসঙ্গেই সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় মুখ খুললেন অভিনেত্রী শিবা চাড্ডা। সলমন খানের সঙ্গে তিনি ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির শ্যুটিংয়ের দিনগুলির স্মৃতিচারণ করেন শিবা। এমনকী এ-ও জানান যে, এমন এক ঘটনা একবার সেটে সলমন ঘটিয়েছিলেন, যার জেরে বৃদ্ধ এক লাইটম্যান চোট পর্যন্ত পেয়েছিলেন।
অভিনেত্রী শিবা চাড্ডার কথায়, ‘আমার মনে আছে উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। তারপরেই সেটে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন। এমন ভাবে দরজায় ধাক্কা মেরেছিলেন যে, দরজার পিছনে থাকা এক বৃদ্ধ লাইটম্যান অল্প আঘাত পেয়েছিলেন।’
advertisement
advertisement
যেহেতু ‘হাম দিল দে চুকে সনম’ শিবার প্রথম ছবি ছিল, তাই সলমনের অমন মেজাজ দেখে রীতিমতো ভয়ই পেয়েছিলেন তিনি। একপ্রকার অবিশ্বাসের ভঙ্গিতে শিবা বলেন যে, ‘আমি তো ভাবছি, বাপ রে, তারকারা এমনটাও করেন না কি!’
advertisement
শিবা চাড্ডা আরও একটি ঘটনার স্মৃতিচারণ করে বলেন যে, ‘একটা দৃশ্যে তাঁর আমাকে জড়িয়ে ধরার কথা ছিল। তবে সলমন প্রত্যাখ্যান করে জানান যে, আমি জড়িয়ে ধরব না। ‘এদিকে চিত্রনাট্যের প্রয়োজনে শিবাকে জড়িয়ে ধরতেই হত সলমনকে। তবে সুপারস্টার রাজি না হওয়ায় শ্যুটিং কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। এর জন্য হস্তক্ষেপ করতে হয়েছিল স্বয়ং পরিচালক সঞ্জয়লীলা বনশালিকেও। অবশেষে চিত্রনাট্য মেনে কাজ করার নির্দেশ দিয়েছিলেন অভিনেতাকে।
advertisement
এদিকে সম্প্রতি সলমন খানের ‘তেরে নাম’ ছবির সহ-অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণণ সুপারস্টারের আচরণ নিয়ে মুখ খুলেছেন। আসলে ‘তেরে নাম’ ছবিতে সলমনকে চড় মারার একটি দৃশ্য করার কথা ছিল ইন্দিরার। কিন্তু সুপারস্টারের মনে হয়েছিল যে, এই সময় ইন্দিরার সঙ্গে একটু দুষ্টুমি করা যেতে পারে। প্র্যাঙ্ক করে অভিনেতা ইন্দিরাকে রীতিমতো হুমকির সুরে বলেন যে, যদি তুমি আমায় থাপ্পড় মারো, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হতে পারে। যদিও চিত্রনাট্যের অংশ হিসেবে ইন্দিরা চড় মেরেছিলেন অভিনেতাকে।
advertisement
এরপর অভিনেতার সঙ্গে সেই প্র্যাঙ্কে যোগ দেন তাঁর দেহরক্ষীও। তিনি বলেন, ‘ম্যাম এটা আপনি কী করলেন? সংবাদমাধ্যম চলে এসেছে। আপনি ভ্যানে গিয়ে বসে পড়ুন। ‘ এতে যারপরনাই ঘাবড়ে গিয়েছিলেন ইন্দিরা। মজাচ্ছলে ইন্দিরাকে এ-ও বলা হয়েছিল যে, তাঁকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হবে। তবে এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 7:47 PM IST

