Sangita Sinha: রামকমলের 'রিক্সাওয়ালা' খ্যাত নায়িকা সঙ্গীতা এবার প্রযোজক, পায়েলকে নিয়ে নতুন ছবি
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Sangita Sinha: বর্ধমানের মেয়েকে কলকাতায় বহু সামাজিক কাজে যোগ দিয়েছেন। শীতে কখনও রিক্সাওয়ালাদের শীতবস্ত্র দিয়েছেন, কখনও ছোট অনাথ শিশুদের উপহার দিয়েছেন ডাকটিকিট। নিজের একটা স্কুলও খুলেছেন সঙ্গীতা।
কলকাতা: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রিক্সাওয়ালা' আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদর পেয়েছিল। আর সেই ছবির মূল চরিত্রগুলোর মধ্যে সঙ্গীতা সিনহা ছিলেন অন্যতম। নিজের প্রথম ছবিতে কাজ করার সুবাদে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে যথেষ্ট পরিচিতি লাভ করেন তিনি।
বর্ধমানের মেয়ে কলকাতায় বহু সামাজিক কাজেও যোগ দিয়েছেন। শীতে কখনও রিক্সাওয়ালাদের শীতবস্ত্র দিয়েছেন, কখনও ছোট অনাথ শিশুদের উপহার দিয়েছেন ডাকটিকিট। নিজের একটা স্কুলও খুলেছেন সঙ্গীতা। অভিনেত্রী থেকে এবার প্রযোজনায় আসলেন তিনি।

advertisement
'জি অরিজিনালস'-এর 'ছায়াময়ী'-তে সঙ্গীতার প্রযোজনায় হাতেখড়ি। পায়েল সরকার অভিনীত এই ছবিতে রয়েছেন তুলিকা বসুও। নিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সঙ্গীতা। ছবির পরিচালক সুদীপ দাস। আগামী ২৯ জানুয়ারি দুপুর ৩টের সময় 'জি অরিজিনালস'এ দেখা যাবে।
advertisement
আরও পড়ুন: টলি বনাম বলি যুদ্ধে নামব না, আগে নিজেদের মধ্যে বিবাদ মিটুক, পাঠান নিয়ে লিখলেন দিলখুশের পরিচালক রাহুল
প্রযোজনায় আসা নিয়ে সঙ্গীতা বলেন, "এঞ্জেল ক্রিয়েশন আমার প্রযোজনায় প্রথম কাজ। এই প্রথম 'জি অরিজিনালস'-এর জন্য করা কাজ। সব সময় আমি স্বাধীন ভাবে কাজ করতে চাই। নিজে করলে নিজের সৃষ্টিশীলতার উপর অন্যের কোনও শর্ত থাকে না। মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্যর ছবি, সবই করতে চাই।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 11:04 AM IST