Samantha-Shah Rukh Khan: বলিউডে নয়া জুটি! শাহরুখ-সামান্থার প্রেম দেখবে ভক্তরা, কোন পরিচালকের ছবি জানেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Samantha-Shah Rukh Khan: সামান্থা পরিচালক রাজকুমার হিরানির একটি ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারেন। এই খবর সত্যি হলে, এটি শাহরুখ খানের সঙ্গে সামান্থার প্রথম ছবি এবং রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের দ্বিতীয় কাজ হতে চলেছে।
মুম্বই: স্বাস্থ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল একবার। দ্বিতীয়বার কি এমন সুযোগ ছাড়তে হয়! মায়োসাইটিস থেকে সুস্থ হওয়ার পর শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন সামান্থা রুথ প্রভু। ‘জওয়ান’ ছবিতে নয়নতারার আগে সামান্থাকে বেছে নেওয়া হয়েছিল বলেই শোনা যায়। সেখানে কাজ করার সুযোগ হাতছাড়া হয়ে যায় শরীর খারাপ থাকায়। আপাতত তিনি সুস্থ।
একটি তেলুগু ওয়েবসাইটের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, সামান্থা পরিচালক রাজকুমার হিরানির একটি ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারেন। এই খবর সত্যি হলে, এটি শাহরুখ খানের সঙ্গে সামান্থার প্রথম ছবি এবং রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের দ্বিতীয় কাজ হতে চলেছে।
advertisement
advertisement
সামান্থা যে বাদশার বড় ভক্ত, তা সকলেরই জানা। সামান্থা একাধিকবার শাহরুখ খানের প্রশংসা করেছেন প্রকাশ্যে। ২০২২ সালে এক সাক্ষাত্কারে তাঁর স্বপ্নের সহ-অভিনেতাদের নাম জিজ্ঞাসা করায় তিনি তিন জনের নাম করেছিলেন। মহেশ বাবু, সুর্য এবং শাহরুখ খান। সামান্থার কথায়, ‘‘আমি এখনও শাহরুখ খানের সঙ্গে কাজ করিনি। সেটা করতেই হবে। আমার স্বপ্নের এই অংশটি এখনও সত্য হয়নি।’’
advertisement
নতুন জুটির খবর পেয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’র মতো মোট ৬টি ছবি বানিয়েছেন। সেগুলির প্রত্যেকটিই বক্স অফিসে সফল। তাঁর শেষ ছবি ‘ডানকি’-তে অভিনয় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল তাপসী পান্নুকে। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা আয় হয়েছিল ছবির। আর সম্ভবত পরের ছবিতে সুপারহিট নায়িকা সামান্থাকে দেখা যাবে বাদশার বিপরীতে। আশা করা যেতে পারে, দক্ষিণী তারকা এবং বলিউডের রোমান্স কিং-য়ের রসায়ন ভক্তদের মনজয় করবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 8:24 PM IST