#মুম্বই: করোনায় স্তব্ধ গোটা দেশ ৷ গত দু’মাস ধরে লকডাউনের মধ্যে শুধু একের পর এক দুঃসংবাদই পেয়েছেন সাধারণ মানুষ ৷ এবার বলিউড হারাল আরও এক দুর্দান্ত প্রতিভাকে ৷ হিন্দি সিনেমাকে একাধিক হিট গান উপহার দেওয়া সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান রবিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর ৷
সঙ্গীত পরিচালক ওয়াজিদের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিণীতি চোপড়া হয়ে পড়লেন নস্ট্যালজিক ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদের সঙ্গে কাটানো এক আবেগঘন সন্ধের কথা৷
পোস্ট শেয়ার করে পরিণীতি লিখলেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটি সন্ধে আমি ভুলতে পারব না ৷ মনে আছে, আমরা গান গেয়েছিলাম তাজমহলের সামনে বসে, তখন সন্ধে নামছিল ৷ সেই সন্ধেটা গোটা জীবনে ভুলতে পারব না ৷ তুমি চিরদিন আমার মনে থেকে যাবে...’
দেখুন পরিণীতির সেই পোস্ট---
#WajidKhan pic.twitter.com/Iet0xQwGJ2
— Parineeti Chopra (@ParineetiChopra) May 31, 2020
সংবাদসংস্থা পিটিআই-কে ওয়াজিদের দাদা সাজিদ খান জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি ওয়াজিদের রিপোর্ট করোনা পজিটিভ ছিল বলেও জানান তিনি ৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন ওয়াজিদ ৷
জানা গিয়েছে, গত চারদিন ধরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান। কিডনিতে ইনফেকশন নিয়ে ভর্তি হন তিনি। দিন কয়েক আগেই তাঁর কিডনিতে অস্ত্রোপচারও হয়েছিল। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।