এই শহর তাঁর গয়নার ব্যবসার সবচেয়ে বড় মার্কেট....কলকাতায় এসে জানালেন জুয়েলারি ডিজাইনার তথা অভিনেত্রী নীলম
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
কলকাতায় নীলমের হিরের গয়নার ব্যবসা আর পাঁচটা শহরের থেকে অনেক বেশি। সেই সঙ্গে তাঁর হয়ে যত কারিগররা কাজ করেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি হল কলকাতার কারিগর। তাই কলকাতা নীলমের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা শহর।
কলকাতা: হিরের গয়নার এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী এবং জুয়েলারি ডিজাইনার নীলম কোঠারি। আইসিসি (ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স) আয়োজিত এই কনক্লেভে অন্যতম প্রধান বক্তা ছিলেন নীলম। দীর্ঘদিন ধরে গয়না ডিজাইন ও হিরের ব্যবসার সঙ্গে যুক্ত আশির দশকের হার্ট থ্রব নীলম। শহরে এসে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে, কলকাতা তাঁর ব্যবসার অন্যতম বড় মার্কেট। কলকাতায় নীলমের হিরের গয়নার ব্যবসা আর পাঁচটা শহরের থেকে অনেক বেশি। সেই সঙ্গে তাঁর হয়ে যত কারিগররা কাজ করেন তাদের মধ্যে সবচেয়ে বেশি হল কলকাতার কারিগর। তাই কলকাতা নীলমের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা শহর।

advertisement
পারিবারিক গয়নার ব্যবসা থাকলেও শখে অভিনয়ে নেমেছিলেন নীলম। আর আটের দশকে বলিউডে পা রেখে একের পর এক হিট ছবি দিয়ে নজর কেড়েছিলেন তিনি। গোবিন্দার সঙ্গে নীলমের জুটি আজও দর্শকদের স্মৃতিতে রয়ে গিয়েছে। গোবিন্দা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে প্রচুর সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন নীলম। কিন্তু ধীরে ধীরে নিজের ইচ্ছেতেই সরে দাঁড়ান সিলভার স্ক্রিন থেকে। এক সময় নীলম এবং গোবিন্দার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যেত বি টাউনে। মাঝেমধ্যে দু-একটি ছবিতে দেখা দিলেও অভিনয় থেকে সরে গিয়ে তিনি গয়না ডিজাইনে মন দেন। আর সেখানেও সাফল্য আসে। আজ গোটা বিশ্ব জুড়ে নীলমের ডায়মন্ডের বিজনেস।
advertisement
শহরে এসে নীলম নিউজ18 বাংলাকে জানান, ‘‘কলকাতা আমার নানা কারণে খুব প্রিয় শহর। প্রথমত খাবার জন্য, কারণ কলকাতায় এলে মাছের ঝোলের যে স্বাদ পাই তা আর কোথাও পাওয়া যায় না। আমি অনেক জায়গায় খেয়েছি, তবে এরকম মাছের ঝোল সত্যি আর কোথাও পাওয়া যায় না। এখানকার মাছের ঝোল, মিষ্টি দই এগুলো আমার বড্ড প্রিয়। তা ছাড়াও এই শহর এবং এখানকার ভাষা আমার খুব প্রিয়। সে কারণে একটি বাংলা ছবিতেও আমি অভিনয় করেছি। ছবিটির নাম ছিল ‘মন্দিরা’। সেসব অনেক স্মৃতি। বলতে গেলে এখন কয়েক ঘণ্টা সময় লাগবে। আর এই শহরকে ভাল লাগার দ্বিতীয় কারণ, আমার হয়ে যে সমস্ত কারিগররা কাজ করেন, তার বেশিরভাগই বাংলা বা কলকাতার। আর আমি নির্দ্বিধায় বলছি যে কলকাতা আমার ডায়মন্ড জুয়েলারি বিজনেসের এক অন্যতম বড় মার্কেট। প্রচুর লেনদেন হয় আমার কলকাতার সঙ্গে।’’
advertisement

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুজোর আগে এসেছি তাই শহরটাকে সুন্দরভাবে সাজতে দেখে খুব ভাল লাগছে। তবে আপনাদেরও বলব পছন্দের গয়না দিয়ে উৎসবে নিজেরাও সেজে উঠুন। নিজে যেটা পড়তে ভালবাসেন, যে অলঙ্কার আপনাকে পড়লে ভাল দেখায় সেটাই পড়বেন কারও কথায় কান দেবেন না। আমার তো কলকাতার দুর্গাপুজো শুনলেই প্রচুর গয়না দিয়ে সাজতে ইচ্ছা করে। বিশেষ করে রঙিন পাথরের গয়না দিয়ে। কালারফুল স্টোন আমার ভীষণ পছন্দের। তা ছাড়া হীরের গয়না তো অবশ্যই আছে। যেমনটা আমি পড়ে আছি (নিজের গলার নেকলেসের হাত দিয়ে একগাল হাসি)।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 12:26 PM IST