শৌচাগার থেকে উদ্ধার তাড়া তাড়া নোট! পতিতাবৃত্তির মাধ্যমেই উপার্জন করা হয়েছিল ওই অর্থ; দাবি অভিনেত্রীর

Last Updated:

অভিনেত্রী আদালতের কাছে জানিয়েছিলেন যে, তিনি ওই পরিমাণ অর্থ উপার্জন করেছেন পতিতাবৃত্তির মাধ্যমে! তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে নিন্দার ঝড় ওঠে।

Mala Sinha
Mala Sinha
কলকাতা: ষাট-সত্তরের দশকে বলিউডে রাজত্ব করেছেন তিনি। সৌন্দর্য্য এবং মোহময়ী হাসির জাদুতে প্রায় ৪০ বছর ধরে রুপোলি পর্দার দুনিয়া শাসন করে গিয়েছেন! এমনকী ওই সময়কার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকাতেও তাঁর নাম থাকত উপরের দিকেই ৷ অথচ এক সময় তাঁর কার্যকলাপকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে বিতর্ক।
কথা হচ্ছে, এক সময়ের দাপুটে অভিনেত্রী মালা সিনহাকে নিয়ে। ‘আপ কি নজরো নে সমঝা... প্যায়ার কে কাবিল মুঝে’ কিংবা ‘ধীরে ধীরে চল চাঁদ গগন মে’ গানে যাঁর মোহময়ী রূপের জাদুতে মাতোয়ারা হতেন আট থেকে আশি। এই সময় একাধিক ছবি উপহার দিয়েছিলেন ভক্তদের। আর ছবির জন্য তাঁর পারিশ্রমিকও ছিল প্রচুর। তবে বি-টাউনে কান পাতলেই কানাঘুষো শোনা যায় যে, দুই হাতে টাকা উপার্জন করলেও বাস্তবজীবনে অভিনেত্রী ভীষণই কৃপণ ছিলেন। আর বিষয়টা এতটাই গুরুতর ছিল যে, এক বার তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতরও। সেই সময় নিজের উপার্জিত টাকা বাঁচানোর জন্য সংবাদমাধ্যম এবং আদালতের সামনে তিনি এমন কিছু কথা বলেছিলেন, যা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সকলেই।
advertisement
advertisement
ঘটনাটি সেই ১৯৭৮ সালের। সেই সময় সাফল্যের শিখরে রয়েছেন অভিনেত্রী। ওই বছর মালা সিনহার বাড়িতে অভিযান চালিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকেরা। তাতে অভিনেত্রীর বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় প্রায় ১২ লক্ষ টাকা। আর ওই সময়ে ১২ লক্ষ টাকা কিন্তু বিশাল অঙ্কের মূল্য ছিল।
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই মামলাটি এতটাই গুরুতর ছিল যে, তা আদালত পর্যন্ত গড়ায়। এতে অত্যন্ত আতঙ্কিত এবং বিরক্ত হন অভিনেত্রী। তাঁর মনে হতে থাকে যে, এতে তাঁর উপার্জিত অর্থ বাজেয়াপ্ত হতে পারে। এর পর আইনজীবী এবং বাবা অ্যালবার্ট সিনহার নির্দেশে আদালতে এমন বয়ান দেন যে, তাতে চমকে গিয়েছিল সকলেই! কিন্তু কী এমন স্বীকারোক্তি দিয়েছিলেন মালা সিনহা?
advertisement
অভিনেত্রী আদালতের কাছে জানিয়েছিলেন যে, তিনি ওই পরিমাণ অর্থ উপার্জন করেছেন পতিতাবৃত্তির মাধ্যমে! তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে নিন্দার ঝড় ওঠে। লোকজন তাঁর নামে নিন্দা করতে শুরু করে। আর এই কারণে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় মালা সিনহার। পরে অবশ্য এই ঘটনায় ভেঙে পড়েছিলেন খোদ অভিনেত্রীও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শৌচাগার থেকে উদ্ধার তাড়া তাড়া নোট! পতিতাবৃত্তির মাধ্যমেই উপার্জন করা হয়েছিল ওই অর্থ; দাবি অভিনেত্রীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement