Home /News /entertainment /
মাদাম তুসোর মোমের মধুবালা ঠিক এরকমই দেখতে !

মাদাম তুসোর মোমের মধুবালা ঠিক এরকমই দেখতে !

বহু যুগ কেটে গিয়েছে ৷ এখনও তাঁর রূপ অমলীন ৷ ভারতীয় সিনেমার তিনিই জন্য শ্রেষ্ঠ সুন্দরী নায়িকা ৷

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বহু যুগ কেটে গিয়েছে ৷ এখনও তাঁর রূপ অমলীন ৷ ভারতীয় সিনেমার তিনিই জন্য শ্রেষ্ঠ সুন্দরী নায়িকা ৷ তিনি মধুবালা ৷ সম্প্রতি মধুবালার মোমের মূর্তি স্থাপিত হয়েছে মাদাম তুসোর মিউজিয়ামে ৷ আর নজর কেড়েছে দেশি-বিদেশি তামাম মানুষের ৷

  মুঘল-এ-আজম ছবির ‘মোহে পনঘট পে নন্দলালা’ গানের পোশাকের আদপেই সাজানো হয়েছে মাদাম তুসোয় মধুবালার মূর্তি ৷ আর এই মূর্তি উন্মোচনের পরেই মিউজিয়ামে ভিড় জমিয়েছেন ভারতীয় সিনেমাপ্রেমিরা ৷madhu 1

  মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রীর বোন মধুর ভূষণ উপস্থিত ছিলেন। দিল্লি মাদাম তুসো মিউজিয়ামের টুইটার হ্যান্ডেলে সেই মূর্তির ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।

  First published:

  Tags: Madame Tussauds, Madhubala, Statue