Koushani Mukherjee: বিয়ে না করেই 'বেবি'? বাবা আর বনির মাঝে কৌশানী, সঙ্গে 'নবাগত সন্তান'! তোলপাড় নেটপাড়া

Last Updated:

Koushani Mukherjee: সঙ্গে বিশেষ বন্ধু বনি সেনগুপ্তকেও নিয়ে গিয়েছেন। হাসিমুখে কৌশানী এবং তাঁর বাবার সঙ্গে পোজ দিয়েছেন বনি।

কৌশানীর 'সন্তান'
কৌশানীর 'সন্তান'
কলকাতা: দীর্ঘ আট বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়৷ কবে বসবেন বিয়ের পিঁড়িতে? তা নিয়ে টলিপাড়ার অন্দরে চর্চা কম নয়। তবে এবার বিয়ের থেকেও বড় সুখবর দিলেন কৌশানী। আলাপ করালেন তাঁর সন্তানের সঙ্গে। কে সে?
বনির সঙ্গে আগামী বছর বিয়ের কথা কৌশানীর বাবাই তাঁর জন্মদিনে ঘোষণা করেছিলেন। এর মাঝেই কৌশানীকে উপহার দিয়েছেন তাঁর বাবা। বিলাসবহুল একটা গাড়ি মেয়েকে জন্মদিনে গিফট করলেন তিনি। আর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করে ক্যাপশনে কৌশানী লেখেন, ‘আমার বাবা আমাকে একটা বেবি কিনে দিয়েছেন। আমি সেটাই দেখাচ্ছি’।
advertisement
advertisement
নতুন গাড়ির সামনে বাবার সঙ্গে পোজ দিলেন কৌশানী। পরনে লাল অফ শোল্ডার গাউন। সঙ্গে বিশেষ বন্ধু বনি সেনগুপ্তকেও নিয়ে গিয়েছেন। হাসিমুখে কৌশানী এবং তাঁর বাবার সঙ্গে পোজ দিয়েছেন বরবাদ খ্য়াত বনি।
শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তলের সঙ্গে নাম জড়াতেই বনিকে নিয়ে এখনও চর্চা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। সময়টা মোটেই ভাল যাচ্ছে না টলিপাড়ার বরবাদ অভিনেতা বনি সেনগুপ্তর। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই টলি অভিনেতা বনির নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছিল। জানা গিয়েছে, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফেরতও দিয়েছেন বনি সেনগুপ্ত। তবে টাকা ফেরত দিলেও ট্রোলিং কোনওভাবেই পিছু ছাড়ছে না বনির।
advertisement
২০১৫ সালে রাজ চক্রবর্তীর ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’র পর থেকেই বনি বা কৌশানী যেন অবিচ্ছিন্ন। তাঁদের নামও নেওয়া হয় একইসঙ্গে। ‘বনি-কৌশানী’ বা ‘কৌশানী-বনি’। তবে বিতর্ক থেকে নিজেকে অবশ্য দূরে সরিয়েই রেখেছেন কৌশানী।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koushani Mukherjee: বিয়ে না করেই 'বেবি'? বাবা আর বনির মাঝে কৌশানী, সঙ্গে 'নবাগত সন্তান'! তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement