Haydn Gwynne Death: চলে গেলেন বিশ্বখ্যাত অভিনেত্রী, ক্যানসারের সঙ্গে যুদ্ধে ইতি ৬৬-এর হাইডনের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Haydn Gwynne Death: ১৯৫৭ সালে জন্ম হাইডনের। অভিনয় জগতে পা দেওয়ার আগে ইতালিতে ইংরেজি পড়াতেন তিনি। ১৯৯০ সালে প্রথম বার অভিনয়ে হাতেখড়ি তাঁর।
লন্ডন: প্রয়াত হাইডন গুয়েন। ব্রিটিশ অভিনেত্রীর জীবনাবসান শুক্রবার ভোরে। ক্যানসার কেড়ে নিল ৬৬ বছরের অভিনেত্রীকে। লন্ডনের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ‘দ্য ক্রাউন’-এর অভিনেত্রী।
১৯৫৭ সালে জন্ম হাইডনের। অভিনয় জগতে পা দেওয়ার আগে ইতালিতে ইংরেজি পড়াতেন তিনি। ১৯৯০ সালে প্রথম বার অভিনয়ে হাতেখড়ি তাঁর। ‘ড্রপ দ্য ডেড ডাঙ্কি’ সিচুয়েশনাল কমেডিতে সাংবাদিকদের জগতের গল্প বলা হয়। সেখানে নিউজ প্রোডিউসারের ভূমিকায় দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রীকে।
advertisement
advertisement
এরপর একাধিক সিরিজে কাজ করার পর ‘দ্য ক্রাউন’-এ অভিনয় করেন লেডি সুসান হাসির চরিত্রে। তুমুল প্রশংসা পেয়েছিলেন হাইডন। সেলুলয়েডে ছাড়াও ব্রিটিশ থিয়েটারের জগতে তাঁর প্রচুর নাম। একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময়ে তাঁর কাছের মানুষেরা তাঁর পাশেই ছিলেন। পরিবারের অন্যান্য ছাড়া দুই ছেলে ওরল্যান্ডো এবং হ্যারিসনকে রেখে গেলেন হাইডন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 9:12 PM IST