একেবারে অন্যরূপে অভিনেত্রী ইশিকা, নতুন রূপে ফের ভাইরাল ‘সেক্রেড গেমস’ কন্যা !

Last Updated:

করোনার জেরে গোটা দেশ এখন গৃহবন্দি ৷

#কলকাতা: করোনার জেরে গোটা দেশ এখন গৃহবন্দি ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ঘর থেকেই অনেকে করছেন অফিস ৷ এমনকী, দেশের বেশিরভাগ রাজ্যেই আগামিকাল থেকে লগডাউন ৷ একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে লকটাউন নিয়ে টেনশন ৷ এরই মাঝে ঘরে মন কীভাবে থাকবে ভালো?
এর উত্তর কিন্তু দিয়ে দিলেন নেটফ্লিক্স সিরিজ সেক্রেড গেমস থেকে নজরে আসা বা বলা ভালো বিতর্কে আসা অভিনেত্রী ইশিকা ৷ আর তাঁর এই উত্তর একেবারেই সুরেলা, ছন্দে ভরপুর ৷
গপ্পোটা হল, গৃহবন্দি হয়ে ইশিকা ফিরলেন একেবারে নিজের ছন্দে ৷ বহুদিন পর যেন একেবারে নিজের জন্য সময় কাটানো ৷ আর নিজের জন্য সময় কাটানো মানেই নাচের তালে মেতে ওঠে ৷ হ্যাঁ, সুযোগ পেয়ে সেটাই করে ফেললেন ইশিকা ৷ ‘বাজিরাও মস্তানি’র ‘মোহে রং দো লাল’ গানে অবলীলায় নেচে উঠলেন তিনি ৷ তবে নাচটি নিজের জন্য নয়, নিবেদন করলেন তাঁর নাচের গুরু মমতাশংকরকে ৷
advertisement
advertisement
ফেসবুকে আপলোড হল ইশিকার সেই নাচ ৷ দেখুন---
বাংলা খবর/ খবর/বিনোদন/
একেবারে অন্যরূপে অভিনেত্রী ইশিকা, নতুন রূপে ফের ভাইরাল ‘সেক্রেড গেমস’ কন্যা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement